সংস্কার হবে বেলঘরিয়া ও বেলগাছিয়া সেতু, দরপত্র ডাকল পূর্ত দফতর

কাজ শুরু করার পর থেকে যথাক্রমে দুই ও দেড় বছরের মধ্যে সংস্কারের শেষ করতে হবে। 

Edited By: সুমন মজুমদার | Updated By: Sep 21, 2020, 04:46 PM IST
সংস্কার হবে বেলঘরিয়া ও বেলগাছিয়া সেতু, দরপত্র ডাকল পূর্ত দফতর

নিজস্ব প্রতিবেদন- কলকাতার বেশ কিছু বেহাল সেতুর হাল ফেরানোর কাজ শুরু করেছে প্রশাসন। টালা ব্রিজ পুনঃনির্মাণের কাজ চলছে। এবার উত্তর শহরতলির আরো দুটো সেতুর সংস্কারের জন্য দরপত্র আহ্বান করল পূর্ত দফতর। বেলঘরিয়া সেতু ও বেলগাছিয়া সেতু। এই দুই সেতু সংস্কারের জন্য যথাক্রমে ৮ লক্ষ ৫৫ হাজার ও ৫ লক্ষ ১৪ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। কাজ শুরু করার পর থেকে যথাক্রমে দুই ও দেড় বছরের মধ্যে সংস্কারের শেষ করতে হবে। আগ্রহী সংস্থা নিজেরা এই সেতু পরিদর্শন করে ও কাজের পরিধি বুঝে নিয়ে দরপত্র জমা দিতে পারবে বলে জানিয়েছে পূর্ত দফতর।
 
মা ফ্লাইওভারে নতুন হাইটবার বসানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট অথরিটি। কলকাতা বিমানবন্দর থেকে মা ফ্লাইওভার দিয়ে বহু ভিআইপি গাড়ি যাতায়াত করে। এমনকী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বেশ কিছু মন্ত্রী আমলাও মা ফ্লাইওভার ব্যবহার করেন। উঁচু গাড়ি যাতায়াতের ক্ষেত্রে সমস্যা হয়। তাই নতুন হাইট বার বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। নতুন হাইট বার বসানোর জন্যও দরপত্র আহ্বান করেছে কেএমডিএ। নতুন হাইট বার বসাতে ১০ লক্ষ ৪৪ হাজার ১৪৩ টাকা খরচ হবে বলে ধরেছে কেএমডিএ। 

আরও পড়ুন-  নস্টালজিয়া! কলকাতার প্রথম থিমের 'রিমেক' জগৎ মুখার্জি পার্কের

প্রসঙ্গত, গত বছর থেকেই শহরের একাধিক সেতুর স্বাস্থ্য পরীক্ষা করতে শুরু করেছে প্রশাসন। পোস্তা উড়ালপুল দুর্ঘটনার পর থেকেই বেহাল সেতু নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকে। তার পর মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ায় রাজ্য সরকার ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল। চিংড়িহাটা উড়ালপুল, শিয়ালদহ স্টেশনের সামনের ফ্লাইওভার, ঢাকুরিয়া ব্রিজ সহ একাধিক সেতুর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে ইতিমধ্যেই। 

.