দক্ষিণের পুজোগুলোতে কী থিম-জানুন এক নজরে

Updated By: Oct 2, 2016, 12:13 PM IST
দক্ষিণের পুজোগুলোতে কী থিম-জানুন এক নজরে

বৈষ্ণবঘাটা পাটুলি উপনগরীর থিম এবার শান্তি। মণ্ডপে থাকছে বিশালাকার চারটি ঘণ্টা। সাড়ে সাত লক্ষ নাটবল্টু দিয়ে তৈরি হচ্ছে প্রতিমা। মণ্ডপে থাকছে বৌদ্ধস্তূপের ছোঁয়া
-------------

গাঙ্গুলিবাগান রবীন্দ্রপল্লির মণ্ডপ এবার নয়া চমক। এখানে এলে মনে হবে আপনি পৌছে গেছেন মাদাম তুসোর মিউজিয়ামে। মণ্ডপের ভেতরে থাকছে ফাইবারের তৈরি বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতি
----------------
বেলেঘাটার মিত্র সংহতির এবছরের থিম নারী শক্তি।  মণ্ডপের ভেতর সেজে উঠেছে স্ব স্ব ক্ষেত্রে স্বনামধন্য মহিলাদের ছবিতে। প্রদর্শনীতে থাকছেন মাদার টেরিজা থেকে প্রয়াত মহাশ্বেতা দেবী, আশাপূর্ণা দেবীর মত বিশিষ্টেরা
-----------
নরেন্দ্রপুরের এলাচি রামচন্দ্রপুর মিলম সংঘের পুজোর থিম এবার বাংলার মুখ। মণ্ডপ সেজে উঠেছে রূপসী বাংলার সাজে। বাংলার প্রাকৃতির  সৌন্দর্য থেকে  শিল্প উন্নয়ন সবই উঠে এসেছে মণ্ডপে।
-------------

যোধপুর পার্ক পোদ্দারনগর সর্বজনীনের পুজোর থিমে উঠে এসেছে আদিবাসীদের জীবন। বাঁশের  ঝুড়িতে সেজে উঠেছে মণ্ডপ। উঠে এসেছে আদিবাসীদের ঘরবাড়ি, লোকায়ত জীবন।
------------------

সাঁপুইপাড়া পূর্বাচল শক্তির এবারের থিম এবার ঘূর্ণন। মণ্ডপে ঢুকলে মনে হবে গোটা মণ্ডপটাই ঘুরছে। আসলে আলোর কারসাজিতেই তুলে ধরা হয়েছে গোটা বিষয়।
--------------------
গড়িয়া যাত্রাশুরুর মণ্ডপ তৈরি হয়েছে ঘরোয়া বাতিল জিনিসের ব্যবহারে। মণ্ডপে চোখে প়ড়বে ঝিনুক,শামুক,দড়ি,নারকেলের খোলের কাজ
------------------
সন্তোষপুর ত্রিকোন পার্কের পুজোর থিমে এবার রাজহংসের চমক।  মণ্ডপে ঢুকলেই চোখে পড়বে রাজহংসের দল। হাঁসেরাই টানছে মণ্ডপ। গুজরাটের বাহারি মিনেকারি কাজের দেখা মিলবে এখানে
----------------

প্রগতি সংঘ দুর্গোত্‍সব কমিটির পুজোর থিম এবার আগমনীর সুর বাজে,  ঝুড়িতে মণ্ডপ সাজে। বাঁশের ঝুড়ি দিয়ে তৈরি হয়েছে গোটা মণ্ডপ। মণ্ডপের বাইরেও থাকছে নানা দেবদেবীর মুর্তি। সেগুলি সবই তৈরি হয়েছে বাঁশের ঝুড়ি দিয়েই।
------------------------
বালিগঞ্জ সমাজসেবীর পুজোর থিম এবার আমার দুগ্গা। ঘরের দশভুজারাই এখানের পুজোর থিম।কাঁচের কাজ  আর গ্লাস পেন্টিং দিয়ে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপ।  নারীশক্তির জয়গানই এই পুজোর প্রধান আকর্ষন।
----------------

আরও পড়ুন- পুজো ম্যাগাজিন ২০১৬

.