উত্তাল প্রেসিডেন্সি, সমাবর্তন সেরে বাড়ি ফিরলেন উপাচার্য, দাবিতে অনড় পড়ুয়ারা
দফায় দফায় বিক্ষোভ, স্লোগান সাউটিং, উপাচার্যকে ঘেরাও। শনিবারও ছাত্রবিক্ষোভে দিনভর উত্তাল রইল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। তারমধ্যেই প্রায় নির্বিঘ্নে সমাবর্তন সফল করলেন উপাচার্য। অসুস্থ বোধ করায় সন্ধের পর ক্যাম্পাস ছাড়লেন অনুরাধা লোহিয়া। বাধা দেননি ছাত্ররা।
ব্যুরো: দফায় দফায় বিক্ষোভ, স্লোগান সাউটিং, উপাচার্যকে ঘেরাও। শনিবারও ছাত্রবিক্ষোভে দিনভর উত্তাল রইল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। তারমধ্যেই প্রায় নির্বিঘ্নে সমাবর্তন সফল করলেন উপাচার্য। অসুস্থ বোধ করায় সন্ধের পর ক্যাম্পাস ছাড়লেন অনুরাধা লোহিয়া। বাধা দেননি ছাত্ররা।
পুলিসি হেনস্থার প্রতিবাদে শুক্রবার রাতভর ঘেরাও ছিলেন উপাচার্য। ছাত্রছাত্রীদের অবস্থান চলে উপাচার্যের ঘরের বাইরে।
সকাল দশটা থেকে ফের অনুরাধা লোহিয়ার ঘরের মধ্যে ঢুকে পড়ে বিক্ষোভ। উপাচার্যের পদত্যাগের দাবিতে চলতে থাকে স্লোগান।
বিশ্ববিদ্যালয়ের ভিতরে যখন বিক্ষোভে উত্তাল। তখন বাইরেও পরিস্থিতি অগ্নিগর্ভ।আন্দোলনকারীদের পাশে দাঁড়াতে পথে নামে SFI। কলেজ স্ট্রিটে মিছিল আটকে পুলিস। সেখানেই বসে পড়েন অবস্থানকারীরা।
বিশ্ববিদ্যালয়ের উল্টো দিকে মঞ্চ বেঁধে পাল্টা বিক্ষোভে বসে TMCP। বন্ধ করে দেওয়া হয় প্রেসিডেন্সির মূল দরজা।
ততক্ষণে উপাচার্য অনুরাধা লোহিয়ার ঘরের ভিতর ঢুকে পড়েছেন ছাত্রছাত্রীরা। টেবিল, বোতল বাজিয়ে লাগাতার চলতে থাকে স্লোগানিং।
প্রবল বিক্ষোভের মুখেও সমাবর্তন ও পদত্যাগ প্রশ্নে অনড় ছিলেন উপাচার্য।
বিকেল সাড়ে তিনটেয় সমাবর্তনে যোগ দিতে যান উপাচার্য। ঘরে ও ঘরের বাইরে সিঁড়িতে লাগাতার স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। কোনওরকমে তাঁকে কর্ডন অফ করে নিয়ে যান কয়েকজন শিক্ষক।
পোর্টিকোতে উপাচার্যের গাড়ি আটকান ছাত্রছাত্রীরা।
সমাবর্তনে যোগ দিতে আসা শিক্ষামন্ত্রীকে রুখতে মরিয়া হয়ে ওঠেন বিক্ষোভকারীরা। বিশ্ববিদ্যালয়ের মেন গেটের সামনে শুরু হয় অবস্থান।
ছাত্র বিক্ষোভকে ডজ করে রাজ্যপালকে সঙ্গে নিয়ে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়েন শিক্ষামন্ত্রী। ডিরোজিও হলের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন ছাত্রছাত্রীরা।
নির্বিঘ্নে শেষ হয় সমাবর্তন। ডিরোজিও হল ছাড়েন উপাচার্য। বিশ্ববিদ্যালয় ঢোকার আরও একবার ছাত্রছাত্রীদের বিক্ষোভের মুখে পড়েন অনুরাধা লোহিয়া।
শেষপর্যন্ত সাতটার কিছু পরে অসুস্থ বোধ করেন অনুরাধা লোহিয়া। উপাচার্যকে বাড়ি যেতে দেন ছাত্রছাত্রীরা। তবে উপাচার্য ঘরে তাদের প্রতীকি ঘেরাও চলছে।