বাজ পড়ে তরুণ ক্রিকেটারের মৃত্যু

নিজস্ব প্রতিবেদন: খাস কলকাতায় বাজ পড়ে মৃত্যু হল এক প্রতিশ্রুতিমান ক্রিকেটারের। নিহত ক্রিকেটার দেবব্রত পাল (২১) ক্যালকাটা ক্রিকেট অ্যাকাডেমির এক ছাত্রের। রবিবার দুপুর ২.১০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে দক্ষিণ কলকাতার বিবেকানন্দ পার্কে। শিশুমঙ্গল হাসপাতালে নিয়ে মৃত ঘোষণা করা হয় দেবব্রতকে। হুগলির শ্রীরামপুরের বাসিন্দা দেবব্রতর মৃত্যুতে শোকের ছায়া এলাকায়।

আরও পড়ুন- ওষুধের মোড়কে মাদকপাচার, জেলের ডাক্তারকে জেরা করে উঠে এল চাঞ্চল্যকর সব তথ্য

বিবেকানন্দ পার্কের মালি জানিয়েছেন, প্রতি শনি, রবি ও বৃহস্পতিবার ওই মাঠে অনুশীলন করতেন দেবব্রতরা। এদিন বৃষ্টি নামায় অনুশীলন বাতিল হয়ে যায়। সেখবর পেয়ে মাঠ থেকে ক্লাবের রাস্তা ধরেন দেবব্রত। সেই সময় মাঠের পাশে সশব্দে বাজ পড়ে। বাজের আঘাতে সংজ্ঞাহীন হয়ে যান ওই তরুণ।

আরও পড়ুন- শহরে ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড

সহ খেলোয়াড়রা তাঁকে সঙ্গে সঙ্গে শিশুমঙ্গল হাসপাতালে নিয়ে যান। সেখানে দেবব্রতকে মৃত ঘোষণা করা হয়। হুগলির শ্রীরামপুরের ভট্টাচার্য লেনের বাসিন্দা দেবব্রত। তরতাজা ছেলেটার অকালপ্রয়ানে দিশেহারা পরিবার।

English Title: 
Promising cricketer died after lightening in kolkata
News Source: 
Home Title: 

বাজ পড়ে তরুণ ক্রিকেটারের মৃত্যু

বাজ পড়ে তরুণ ক্রিকেটারের মৃত্যু
Yes
Is Blog?: 
No