বিসর্জন নিয়ে জটিলতা কাটল না, কী বলল আদালত?
ওয়েব ডেস্ক: দূর্গা পুজোর বিসর্জন নিয়ে জটিলতা রয়েই গেল। সোমবার এনিয়ে কোনও চূড়ান্ত রায় দিল না কলকাতা হাইকোর্ট। পরবর্তি শুনানি বুধবার।
দশমীর দিন সন্ধ্যের পর বিসর্জন বন্ধ। একাদশীর দিনও বিসর্জন দেওয়া যাবে না। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে মামলা হয়। এনিয়ে প্রবল চাপানউতোর শুরু হয়ে যায়।
দশমীর দিন রাত দশ পর্যন্ত বিসর্জনের সময়সীমা বাড়ানোর কথা জানায় সরকার। ভাসনের সময়সীমা আরও বাড়ানো যায় কিনা তা নিয়ে সরকারকে ভাবনাচিন্তা করতে বলেন প্রধান বিচারপতি নিশীতা মাত্রে। ওই মামলায় সোমবার আদালতে অ্যাডভোকেট জেনারেল বলেন, দশমীর দিন রাত দশটা পর্যন্ত যারা আসবেন তারাই ভাসান দিতে পারবেন।
অন্যদিকে, একাদশীতে বিসর্জনের ওপরে নিষেদাজ্ঞা নিয়ে প্রশ্ন তোলেন মামলাকারীরা। বুধবার এই মামলার ফের শুনানি হবে।
আরও পড়ুন-হরিয়ানা পুলিসের 'মোস্ট ওয়ান্টেড' তালিকায় হানিপ্রীত