প্রেসিডেন্সি আক্রমণ, নিন্দায় সরব রাজ্যপাল, বিশিষ্টমহল
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে তৃণমূলের ছাত্র পরিষদের তাণ্ডবের ঘটনায় রাজ্যজুড়ে নিন্দার ঝড়। ঐতিহ্যশালী বিশ্ববিদ্যালয়ে ভাঙচুরের ঘটনায় উদ্বিগ্ন রাজ্যপাল এম কে নারায়ণন। নিন্দায় সরব বামেরাও। তবে, হামলার ঘটনায় দলের কেউ যুক্ত নয় বলে দাবি করেছেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে তৃণমূলের ছাত্র পরিষদের তাণ্ডবের ঘটনায় রাজ্যজুড়ে নিন্দার ঝড়। ঐতিহ্যশালী বিশ্ববিদ্যালয়ে ভাঙচুরের ঘটনায় উদ্বিগ্ন রাজ্যপাল এম কে নারায়ণন। নিন্দায় সরব বামেরাও। তবে, হামলার ঘটনায় দলের কেউ যুক্ত নয় বলে দাবি করেছেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
একবার নয়, বুধবার দু-দুবার তৃণমূলের ছাত্র পরিষদ সমর্থকদের তাণ্ডবের শিকার হল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। অভিযোগ, দলীয় পতাকা হাতে বিশ্ববিদ্যালয়ের মেন গেটের তালা ভেঙে ছাত্রছাত্রী ও অধ্যাপকদের মারধর করে টিএমসিপি সমর্থকরা। পরে হামলা হয় ঐতিহ্যমণ্ডিত বেকার ল্যাবরেটরিতেও।
গত দুদিন ধরে দিল্লি এবং রাজ্যজুড়ে যে অরাজকতার সৃষ্টি হয়েছে তার তীব্র নিন্দা করলেন কবি শঙ্খ ঘোষ। দিল্লিতে মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ঘিরে এসএফআইয়ের বিক্ষোভ, আর তার পরেই রাজ্যজুড়ে তৃণমূলের সিপিআইএম কার্যালয় ভাঙচুর, আগুন ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ঘটনায় উদ্বিগ্ন ও মর্মাহত কবি শঙ্খ ঘোষ। ২৪ ঘন্টাকে দেওয়া একান্ত সাক্ষাকারে তিনি বলেন, গুণ্ডামির প্রতিযোগিতা চলছে।
তৃণমূলের মহাসচিব তথা রাজ্যের পরিষদীয় মন্ত্রীর দাবি, তাদের দলের কেউ প্রেসিডেন্সি আক্রমণের ঘটনার সঙ্গে যুক্ত নন।
হামলার কড়া নিন্দা করেছে বামেরা।
ঐতিহ্যমমণ্ডিত বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল।
হামলার প্রতিবাদে আজ এসএফআই এবং আইসি-র ডাকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে চলছে ছাত্র ধর্মঘট।