গুলি চালানোর সমালোচনায় মুখর বিরোধীরা
জমি আন্দোলনে পুলিসের গুলি চালানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য। পুলিস কেন গুলি চালাল, প্রশাসন কেন আন্দোলন দমন করতে চাইছে তা নিয়েই প্রশ্ন তোলেন তিনি। গোটা ঘটনার সিবিআই তদন্তেরও দাবি করেছেন প্রদেশ সভাপতি।
জমি আন্দোলনে পুলিসের গুলি চালানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য। পুলিস কেন গুলি চালাল, প্রশাসন কেন আন্দোলন দমন করতে চাইছে তা নিয়েই প্রশ্ন তোলেন তিনি। গোটা ঘটনার সিবিআই তদন্তেরও দাবি করেছেন প্রদেশ সভাপতি।
অন্যদিকে, আগামী ২০ নভেম্বর `হলদিয়া চলো`র ডাক দিল প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। হলদিয়া বন্দরের পুনরুজ্জীবনের জন্যই এই কর্মসূচী বলে জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য। পরে সংসদে শীতকালীন অধিবেশন চলাকালীন রাজ্যের তিন প্রতিমন্ত্রী ও প্রদেশ কংগ্রেস নেতৃত্ব প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও শিল্পমন্ত্রীর সঙ্গেও দেখা করবেন বলে জানান প্রদীপ বাবু। সেইসঙ্গে হলদিয়ায় বাণিজ্য মেলা নিয়ে রাজ্য সরকারের সমালোচনা করল প্রদেশ কংগ্রেস। শিল্পপতিদের ভোজ দিয়ে রাজ্যে শিল্প আনা যায় না বলে মন্তব্য করলেন প্রদীপ ভট্টাচার্য।
দুবরাজপুরে পুলিস আচমকা গুলি চালান নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রও। গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন তিনি। স্বরাষ্ট্রসচিব অস্বীকার করলেও পুলিসই এদিন গুলি চালিয়েছে বলে দাবি করেন বিরোধী দলনেতা।