নোনাডাঙার প্রতিবাদ মিছিলে ফের বাধা দিল পুলিস

ফের মিছিলে বাধা দেওয়ার অভিযোগ উঠল পুলিসের বিরুদ্ধে। বৃহস্পতিবার নোনাডাঙায় উচ্ছেদের প্রতিবাদে এবং পুনর্বাসনের দাবিতে ১২ টি বামপন্থী সংগঠনের পক্ষ থেকে মিছিলের ডাক দেওয়া হয়। মিছিল শুরু হয় কলেজ স্কোয়ার থেকে। সেখানেই কলকাতা পুলিসের পক্ষ থেকে সংগঠকদের জানিয়ে দেওয়া হয় মিছিল করা যাবে না।

Updated By: Apr 26, 2012, 08:41 PM IST

ফের মিছিলে বাধা দেওয়ার অভিযোগ উঠল পুলিসের বিরুদ্ধে। বৃহস্পতিবার নোনাডাঙায় উচ্ছেদের প্রতিবাদে এবং পুনর্বাসনের দাবিতে ১২ টি বামপন্থী সংগঠনের পক্ষ থেকে মিছিলের ডাক দেওয়া হয়। মিছিল শুরু হয় কলেজ স্কোয়ার থেকে। সেখানেই কলকাতা পুলিসের পক্ষ থেকে সংগঠকদের জানিয়ে দেওয়া হয় মিছিল করা যাবে না।
পরে কলকাতা পুলিস সিদ্ধান্ত পরিবর্তন করে। জানিয়ে দেওয়া হয়, মিছিল নির্দিষ্ট পথ দিয়ে নিয়ে যাওয়া যাবে মেট্রো চ্যানেলের পাশের ওয়াই চ্যানেলে। সেখানে বিভিন্ন বক্তা বর্তমান রাজ্য সরকারের কড়া সমালোচনা করেন। তবে উদ্যোক্তাদের দাবি, ১৭ এপ্রিল মিছিলের অনুমতি নেওয়া হয়েছিল।

.