বর্ধমানে সাংবাদিক নিগ্রহ, পুলিসকে ভর্ত্‍‍‍সনা হাইকোর্টের

বর্ধমান মেডিক্যাল কলেজে সাংবাদিক নিগ্রহের ঘটনায় পুলিসের ভূমিকায় বিস্ময় প্রকাশ করল হাইকোর্ট। আদালতের প্রশ্ন, ঘটনার পর প্রায় একমাস হতে চললেও কেন এখনও পর্যন্ত কোনও অভিযুক্তকেই গ্রেফতার করতে পারল না পুলিস? সাত দিনের মধ্যে বর্ধমান থানার আইসি-কে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

Updated By: Apr 26, 2012, 08:22 PM IST

বর্ধমান মেডিক্যাল কলেজে সাংবাদিক নিগ্রহের ঘটনায় পুলিসের ভূমিকায় বিস্ময় প্রকাশ করল হাইকোর্ট। আদালতের প্রশ্ন, ঘটনার পর প্রায় একমাস হতে চললেও কেন এখনও পর্যন্ত কোনও অভিযুক্তকেই গ্রেফতার করতে পারল না পুলিস? সাত দিনের মধ্যে বর্ধমান থানার আইসি-কে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে বিচারপতি দীপঙ্কর দত্তের এজলাসে মামলার শুনানি হয়। আগামী ৫ মে ফের শুনানির দিন ধার্য হয়েছে।
গত ২৮ মার্চ বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে খবর সংগ্রহ করতে গিয়ে নিগৃহীত হয়েছিলেন সাংবাদিকরা। বিনা চিকিত্‍সায় রোগীমৃত্যুর অভিযোগ ঘিরে জুনিয়র ডাক্তারদের সঙ্গে মৃতের পরিবারের বচসা-মারামারির খবর সংগ্রহ করতে যান সাংবাদিকরা। সেখানে গেলে জুনিয়র ডাক্তাররা সাংবাদিকদেরই বেধড়ক মারধর করে। ঘটনায় গুরুতর আহত হন বহু সাংবাদিক। ঘটনার এতদিন পরেও অভিযুক্তেরা অধরা। এঘটনায় পুলিসের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠছে।  

.