বড় বাজারে ডাকাতি করতে গিয়ে ধৃত তিন দুষ্কৃতী

বড় বাজারে এক ব্যাবসায়ীর অফিসে ডাকাতি করতে গিয়ে ধরা পড়ল তিন দুষ্কৃতী। জনতার তাড়া খেয়ে পালাতে গিয়ে গুরুতর জখম হল দু জন। পলাতক এক। পুলিসি তদন্তে জানা গেল বাইরের কোনও লোক নয়। ডাকাতি সঙ্গে জড়িত দোকানেরই কিছু কর্মী।

Updated By: Jan 13, 2014, 04:40 PM IST

বড় বাজারে এক ব্যাবসায়ীর অফিসে ডাকাতি করতে গিয়ে ধরা পড়ল তিন দুষ্কৃতী। জনতার তাড়া খেয়ে পালাতে গিয়ে গুরুতর জখম হল দু জন। পলাতক এক। পুলিসি তদন্তে জানা গেল বাইরের কোনও লোক নয়। ডাকাতি সঙ্গে জড়িত দোকানেরই কিছু কর্মী।

১৬ নম্বর বর্ণফিল রোডে এক ব্যবসায়িক প্রতিষ্ঠানে হানা দেয় আগ্নেয়াস্ত্র সমেত চার ডাকাত।

এরপরই ওই প্রতিষ্ঠানের কর্মীদের চিত্‍কারে ছুটে আসেন আশেপাশের ব্যবসায়ীরা। তিন ডাকাতকেই ঘিরে ফেলে আটকে রাখা হয় একটি ঘরে। প্রাণ বাঁচাতে ছ তলা থেকে ঝাঁপ দেয় দুই দুষ্কৃতী।

গুরুতর আহত অবস্থায় তাদের মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। একজন দুষ্কৃতীকে পুলিসের হাতে তুলে দেন স্থানীয় ব্যবসায়ীরা। পালিয়ে যায় এক জন। দুষ্কৃতীদের হামলায় জখম হয়েছেন বলে দাবি করেন সংস্থারই এক কর্মী। তদন্তের স্বার্থে তাঁকেও আটক করে পুলিস।

জিজ্ঞাসাবাদ করে জানা যায় ওই প্রতিষ্ঠানটির কয়েকজন কর্মীও যুক্ত রয়েছে এই ডাকাতির ঘটনায়। তারাই দুষ্কৃতীদের সঙ্গে যোগসাজসে এই ডাকাতির গল্প ফাঁদে। ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছেন ওই এলাকার বাসিন্দারা।

এই ডাকাতির ঘটনায় আরও কোনও কর্মী যুক্ত কিনা সে বিষয়টিও ক্ষতিয়ে দেখছে পুলিস।

.