Petrol and diesel rates: অবশেষে কমল পেট্রল-ডিজেলের দাম! কলকাতাবাসীর জন্য সুখবর

ছুটির দিনে শহরবাসীর জন্য সুখবর।

Updated By: Aug 22, 2021, 12:48 PM IST
Petrol and diesel rates: অবশেষে কমল পেট্রল-ডিজেলের দাম! কলকাতাবাসীর জন্য সুখবর

নিজস্ব প্রতিবেদন: বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ক্রমেই কমছে। অবশেষ তার প্রভাব পড়ল ভারতের চার শহরে। টানা ৩৫ দিন পর পেট্রল-ডিজেলের দাম কমল রবিবার। পেট্রলের দাম প্রতি লিটারে ২০ পয়সা থেকে কমে ১৫ পয়সা হয়েছে। অন্যদিকে ডিজেল প্রতি লিটারে ২০ থেকে ১৮ পয়সা হয়েছে।

আরও পড়ুন: Kolkata: কসবায় ধুন্ধুমার, পর পর বোমা- অস্ত্রের আঘাতে জখম ৩

ভারতের রাজধানী দিল্লিতে আজ লিটার প্রতি পেট্রলের দাম ১০১ টাকা ৬৪ পয়সা। প্রতি লিটার ডিজেলের দাম ৮৯ টাকা ০৭ পয়সা। এটাই এখন পরিশোধিত মূল্য। রাজ্যে পরিচালিত ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের (IOC) পাম্পগুলিতে দিল্লির পেট্রল-ডিজেলের মূল্যকে মান্যতা দেওয়া হয়। কলকাতায় লিটার প্রতি পেট্রলের দাম আজ ১০১ টাকা ৯৩ পয়সা। লিটার প্রতি ডিজেল ৯২ টাকা ১৩ পয়সা। পেট্রল ও ডিজেল দুই আজ সস্তা। ছুটির দিনে এই খবর নিঃসন্দেহে কিছুটা হলে স্বস্তি দেবে শহরবাসীকে। 

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.