রাস্তা সারানোর দাবিতে বিক্ষোভ খাস নিউটাউনের বিশ্ব বাংলা সরণিতে

নিউটাউনের যাত্রাগাছির বিশ্ববাংলা সরণি। দিনের ব্যস্ত সময়ে হাজির স্থানীয় বাসিন্দারা। হাতে প্ল্যাকার্ড, মুখে স্লোগান।  অভিজাত এলাকার অভিজাত রাস্তা। অথচ সেখানেই প্রতি মুহূর্তে মরণফাঁদ। পঞ্চায়েত থেকে নবান্ন, স্থানীয়বাসিন্দাদের দাবি, কড়া নাড়া হয়েছে সব জায়গায়।

Updated By: Nov 1, 2018, 03:21 PM IST
রাস্তা সারানোর দাবিতে বিক্ষোভ খাস নিউটাউনের বিশ্ব বাংলা সরণিতে

নিজস্ব প্রতিবেদন:  চিঠি চাপাটি। আবেদন অনুরোধ। অনেক করেও কাজের কাজ কিছুই হয়নি। তাই সবশেষে পথে নেমে প্রতিবাদ খাস নিউটাউনের বিশ্ব বাংলা সরণিতে। ফলও মিলল হাতেনাতে। ছুটে এসে আধিকারিকরা প্রতিশ্রুতি দিলেন, কালীপুজডোর আগেই টেন্ডার ডেকে শুরু হচ্ছে কাজ।

আরও পড়ুন: প্রেমিকা অন্য যুবকের হাত ধরে পার্কে ঘুরছে, শাস্তি দিতে প্রেমিক বন্দুক নিয়ে যেতেই হেসে ফেললেন সকলে!

নিউটাউনের যাত্রাগাছির বিশ্ববাংলা সরণি। দিনের ব্যস্ত সময়ে হাজির স্থানীয় বাসিন্দারা। হাতে প্ল্যাকার্ড, মুখে স্লোগান।  অভিজাত এলাকার অভিজাত রাস্তা। অথচ সেখানেই প্রতি মুহূর্তে মরণফাঁদ। পঞ্চায়েত থেকে নবান্ন, স্থানীয়বাসিন্দাদের দাবি, কড়া নাড়া হয়েছে সব জায়গায়।

আরও পড়ুন: “মা তোমার ছোটো ছেলেকে মেরে ফেললাম”

কোনও রাজনৈতিক প্রতিবাদ কর্মসূচি নয়। ব্যানার ফেস্টুন হাতে জনতার স্বতস্ফুর্ত অবরোধে ব্যস্ত নিউটাউন তখন যানজটে কাহিল। ছুটে আসেন পুলিসের শীর্ষ কর্তারাও। কিন্তু নাছোড় আম জনতা। পরিস্থিতি ক্রমেই বেগতিক হতে দেখে একটা সময় ছুটে আসেন হিডকোর আধিকারিকরা।  মেলে প্রতিশ্রুতি।

সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল একটু বাঁকাতেই হয়। আশ্বাসের পাওয়ার পর বলছেন অনেকেই।

.