পাড়ুই তদন্তে সিটের ভূমিকায় অসন্তুষ্ট হাইকোর্ট

লোকসভা ভোটের মুখে পাড়ুইকাণ্ডে ফের ধাক্কা রাজ্য সরকারের। পাড়ুইকাণ্ডে সিবিআই তদন্তের পরিস্থিতি তৈরি হয়েছে। সিটের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে আজ এই মন্তব্য করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত। পাড়ুই কাণ্ডের ভিডিও ফুটেজ খতিয়ে দেখা হয়েছে কিনা তাও জানতে চান বিচারপতি। তার উত্তরে সরকারি আইনজীবী বলেন, ভোটের জন্য সময় পাননি ডিজি।

Updated By: Apr 2, 2014, 06:57 PM IST

লোকসভা ভোটের মুখে পাড়ুইকাণ্ডে ফের ধাক্কা রাজ্য সরকারের। পাড়ুইকাণ্ডে সিবিআই তদন্তের পরিস্থিতি তৈরি হয়েছে। সিটের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে আজ এই মন্তব্য করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত। পাড়ুই কাণ্ডের ভিডিও ফুটেজ খতিয়ে দেখা হয়েছে কিনা তাও জানতে চান বিচারপতি। তার উত্তরে সরকারি আইনজীবী বলেন, ভোটের জন্য সময় পাননি ডিজি।

পঞ্চায়েত ভোটে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন তৃণমূল কংগ্রেস কর্মী হৃদয় ঘোষ। হৃদয় ঘোষ নির্দল প্রার্থী হওয়ার পরই নিজের বাড়িতে খুন হন তাঁর বাবা সাগর ঘোষ। এই হত্যাকাণ্ডে নাম জড়ায় জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল সহ একচল্লিশজন তৃণমূল নেতা-কর্মীর। পাড়ুই কাণ্ডের সিআইডি তদন্তে আশানুরূপ অগ্রগতি না হওয়ায়, গত চোদ্দই ফেব্রুয়ারি রাজ্য পুলিসের ডিজির নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল গড়ে দিয়েছিল হাইকোর্ট। কিন্তু সিটের ভূমিকায় ক্ষুব্ধ বিচারপতি দীপঙ্কর দত্ত। রাজ্য পুলিসের ভূমিকায় বুধবার তীব্র অসন্তোষ প্রকাশ করেন তিনি। ডিজির নেতৃত্বেই পাড়ইকাণ্ডের তদন্ত চালাচ্ছে সিট। ডিজি কি কাউকে ভয় পাচ্ছেন, সে প্রশ্নও তোলেন বিচারপতি।

বিচারপতি বলেন,
রাজ্যপুলিসের ওপর যে আস্থা রেখেছিলাম তার যথাযোগ্য সম্মান দেওয়া হয়নি।
উত্তরে সরকারি আইনজীবী বলেন,
-- ভোটের জন্য ব্যস্ত ডিজি। তাই ভিডিও ফুটেজ খতিয়ে দেখার সময় পাননি। এই তদন্ত প্রক্রিয়া থেকে অব্যাহতিও চেয়েছেন ডিজি।
এরপরই ক্ষুব্ধ বিচারপতির মন্তব্য,
-- ডিজি আইজি-র এই আচরণ ফৌজদারি আদালত অবমাননার পর্যায়ে পড়ে। পাড়ুই কাণ্ডে সিবিআই তদন্তের মত পরিস্থিতি তৈরি হয়েছে।
সরকারি আইনজীবীর উত্তর,
--আমাদের সময় দেওয়া হোক।
বিচারপতি বলেন,
-- সোমবারে মধ্যে রাজ্য তদন্তের উল্লেখযোগ্য অগ্রগতির রিপোর্ট জমা না দিলে আমাকে সিবিআই তদন্তের কথা ভাবতে হবে।

.