যাদবপুরের উপাচার্যের পাশেই শিক্ষামন্ত্রী, দুষলেন পড়ুয়াদের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের  উপাচার্যের পাশে দাঁড়ালেন শিক্ষামন্ত্রী। কাঠগড়ায় তুললেন বিক্ষোভকারী ছাত্রছাত্রীদেরই। তাঁর অভিযোগ, ছাত্রছাত্রীরা আলাপ-আলোচনা চান না। বরং তাঁরা টিভিতে মুখ দেখাতেই বেশি আগ্রহী। একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের শিক্ষক সংগঠন ওয়েবকুপার অনুষ্ঠানে কেন যোগ দেবেন উপাচার্য? প্রশ্ন তুলেছিলেন ছাত্রছাত্রীরা।  প্রতিবাদে শুক্রবার  থেকেই শুরু হয়েছিল বিক্ষোভ। শনিবার সকালে  বিক্ষোভের মধ্যেই ওয়েবকুপার অনুষ্ঠানে যোগ দিতে যাদবপুরে আসেন শিক্ষামন্ত্রী।  বিশ্ববিদ্যালয়ে আসেন উপাচার্য অভিজিত্‍ চক্রবর্তীও।

Updated By: Nov 15, 2014, 07:07 PM IST
যাদবপুরের উপাচার্যের পাশেই শিক্ষামন্ত্রী, দুষলেন পড়ুয়াদের

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের  উপাচার্যের পাশে দাঁড়ালেন শিক্ষামন্ত্রী। কাঠগড়ায় তুললেন বিক্ষোভকারী ছাত্রছাত্রীদেরই। তাঁর অভিযোগ, ছাত্রছাত্রীরা আলাপ-আলোচনা চান না। বরং তাঁরা টিভিতে মুখ দেখাতেই বেশি আগ্রহী। একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের শিক্ষক সংগঠন ওয়েবকুপার অনুষ্ঠানে কেন যোগ দেবেন উপাচার্য? প্রশ্ন তুলেছিলেন ছাত্রছাত্রীরা।  প্রতিবাদে শুক্রবার  থেকেই শুরু হয়েছিল বিক্ষোভ। শনিবার সকালে  বিক্ষোভের মধ্যেই ওয়েবকুপার অনুষ্ঠানে যোগ দিতে যাদবপুরে আসেন শিক্ষামন্ত্রী।  বিশ্ববিদ্যালয়ে আসেন উপাচার্য অভিজিত্‍ চক্রবর্তীও।

ওয়েবকুপার অনুষ্ঠানে যোগ দিয়ে রাজনৈতিক পক্ষ নিয়েছেন  উপাচার্য, অভিযোগ ছাত্রছাত্রীদের।

তবে ওয়েবকুপার অনুষ্ঠানের ভাষণে  উপাচার্যের পাশেই দাঁড়িয়েছেন শিক্ষামন্ত্রী।

উল্টে এদিন  ছাত্রছাত্রীদেরই কাঠগড়ায় তোলেন পার্থ চট্টোপাধ্যায়।

১৬ সেপ্টেম্বর ছাত্র নিগ্রহের ঘটনার পর থেকেই আন্দোলনে জেরবার যাদবপুর বিশ্ববিদ্যালয়। গণভোটে উপাচার্যের অপসারণ চেয়েছেন যাদবপুরের অধিকাংশ ছাত্রছাত্রী। এরই মধ্যে শিক্ষামন্ত্রী উপাচার্যের পাশে দাঁড়ানোয় ফের তা নতুন করে বিতর্কে ইন্ধন যোগাতে পারে।

 

.