স্কুল-কলেজের পরিচালন সমিতিগুলির 'যোগ্যতামান' বেঁধে দিলেন শিক্ষামন্ত্রী
স্কুল-কলেজের পরিচালন সমিতিতে থাকতে গেলে ন্যূনতম স্নাতক হওয়া বাধ্যতামূলক। সোমবার দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠকে জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
Updated By: Sep 20, 2016, 10:26 AM IST
ওয়েব ডেস্ক : স্কুল-কলেজের পরিচালন সমিতিতে থাকতে গেলে ন্যূনতম স্নাতক হওয়া বাধ্যতামূলক। সোমবার দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠকে জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
বাম জমানায় শিক্ষা প্রতিষ্ঠানের মাথায় রাজনৈতিক ব্যক্তিদের রেখে যে নিয়ন্ত্রণ কায়েমের চেষ্টা হয়েছিল, সেই দলতন্ত্রের অবসান ঘটাতেই রাজ্য সরকারের এই উদ্যোগ বলে মনে করছে রাজনৈতিক মহল। রাজ্যের বহু স্কুল-কলেজেই এখন পরিচালন সমিতিতে যোগ্য ব্যক্তি নেই বলে অভিযোগ।
আরও পড়ুন, কলকাতা বিশ্ববিদ্যালয়ে এখন থেকে পরীক্ষার নতুন নিয়ম