নিজস্ব প্রতিবেদন: নন্দনে এসেছিলেন কসবার বাসিন্দা সজল কাঞ্জিলাল। পার্কস্ট্রিট থেকে মেট্রোয় চড়ে সম্ভবত রাসবিহারীতে নামতেন। কিন্তু বাড়ি ফেরা আর হল না। মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন সজলবাবু। তাঁর দেহ নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম হাসপাতালে।

পার্কস্ট্রিট স্টেশনে সন্ধে ৭টা নাগাদ পার্কস্ট্রিটে ট্রেন ধরতে যান সজল কাঞ্জিলাল। কিন্তু তাঁর হাত আটকে যায় স্বয়ংক্রিয় দরজায়। চলতে শুরু করে অত্যাধুনিক এসি রেকের ট্রেন। তখন সজলের শরীরে বাকি অংশ স্টেশনে। সহযাত্রীরা আপত্কালীন অ্যালার্ম বাজিয়ে, হেল্পলাইনে ফোন করে ট্রেন বন্ধের চেষ্টা করেন। কিন্তু ট্রেন থামেনি। আপত্কালীন ব্রেক কষে চালক ট্রেন থামানোর সময় ছিটকে গিয়ে লাইনে পড়েন সজল কাঞ্জিলাল। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। বিভীষিকার সেই মুহূর্তটি তুলে ধরা হল অ্যানিমেশনে।                 

English Title: 
Park Street Metro Accident: see Graphical representation
News Source: 
Home Title: 

পার্কস্ট্রিটে মেট্রোয় হাত আটকে কীভাবে যাত্রীমৃত্যু? বিভীষিকার সেই মুহূর্ত

পার্কস্ট্রিটে মেট্রোয় হাত আটকে কীভাবে যাত্রীমৃত্যু? বিভীষিকার সেই মুহূর্ত
Yes
Is Blog?: 
No