নিজস্ব প্রতিবেদন: লাইনে তড়িদাহত হয়েই মৃত্যু সজল কাঞ্জিলালের। পার্কস্ট্রিট স্টেশনে মেট্রোর দরজায় হাত আটকে যাত্রীমৃত্যুর ঘটনায় প্রাথমিক তদন্তে এমনটাই অনুমান কর্তৃপক্ষের। সিসিটিভি ফুটেজ থেকে তাদের ধারণা, থার্ড লাইনে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা গিয়েছেন সজল কাঞ্জিলাল।
প্রাথমিক তদন্তে ঠিক কী উঠে আসছে?
মেট্রোয় উঠতে গিয়ে টোকেন-সহ সজল কাঞ্জিলালের আঙুল আটকে যায় এসি রেকের দরজায়। বাকি শরীর তখন বাইরে। মেট্রো চলতে শুরু করলে দরজার রবার আঁকড়েই ঝুলে থাকেন সজল কাঞ্জিলাল। টানেলে ঢুকে পড়ে বেশ কয়েকটি কামরা। বিপদ বুঝে আচমকা ব্রেক কষেন মোটরম্যান। লাইনে পড়ে যান ঝুলতে থাকা সজলবাবু। জোরে ব্রেক কষার ফলেই সম্ভবত ভারসাম্য রাখতে পারেননি ৬৬ বছরের ওই ব্যক্তি। মেট্রো কর্তৃপক্ষের অনুমান, পড়ে গিয়ে থার্ড লাইনে বিদ্যুত্স্পৃষ্ট মৃত্যু হয় তাঁর।
ট্রেনের চালক ও গার্ডকে আপাতত দায়িত্ব অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
আরও পড়ুন- সেন্সর থেকে মোটরম্যান- যাত্রীমৃত্যুতে মেট্রোর বিরুদ্ধে উঠল গাফিলতির অভিযোগ
জোরে ব্রেক কষায় লাইনে পড়ে বিদ্যুত্স্পৃষ্ট সজল কাঞ্জিলাল, বলছে প্রাথমিক তদন্ত