Leaps and Bounds: অভিষেকের বাবা-মাকেও এবার তলব ইডির!
আগামী সপ্তাহে সিজিও কমপ্লেক্লে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে অমিত বন্দ্যোপাধ্যায় ও লতা বন্দ্যোপাধ্যায়কে। সূত্রের খবর তেমনই।
বিক্রম দাস: নিয়োগ দুর্নীতিতে এবার নজরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা, মা-ও! লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় অমিত বন্দ্যোপাধ্যায় ও লতা বন্দ্যোপাধ্যায়কে তলব করল ইডি। কবে? আগামী সপ্তাহে হাজিরার নির্দেশ দেওয়া হল সিজিও কমপ্লেক্সে। সূত্রের খবর তেমনই।
আরও পড়ুন: Sourav Ganguly: 'আমি এমপি, এমএলএ, কাউন্সিলর....' রাজনীতি নিয়ে মুখ খুললেন সৌরভ, স্পষ্ট করলেন অবস্থান!
ঘটনাটি ঠিক কী? শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এখন ইডি-র হেফাজতে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে 'কালীঘাটের কাকু'। তাঁর মেয়ে-জামাইয়ের ফ্ল্যাট-সহ ৩ জায়গায় তল্লাশি চালিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সেই তালিকায় ছিল নিউ আলিপুরে লিপস অ্যান্ড বাউন্সসের অফিসও। আলিপুরে সংস্থার অফিসে তল্লাশি চলে প্রায় ১৮ ঘণ্টা।
এদিকে দিল্লিতে যেদিন তৃণমূলের ধরনা কর্মসূচি, সেদিন অভিষেককে ফের তলব করেছে ইডি। ৩ অক্টোবর সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। এদিন নিজেই ট্যুইট করে সে খবর জানান অভিষেক।
Now, today yet again they have served me another summons to appear before them on a day when the protest agitation for West Bengal's rightful dues is scheduled in Delhi on 3rd Oct. This stark revelation unequivocally exposes those who are truly perturbED, rattlED and scarED! pic.twitter.com/ysAy3qhqOu
— Abhishek Banerjee (@abhishekaitc) September 28, 2023
রেহাই পেলেন না অভিষেকের বাবা-মা-ও। কেন? ইডি সূত্রের খবর, লিপস অ্যান্ড বাউন্সসের ডিরেক্টর ছিলেন অমিত বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী লতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কী ভূমিকা ছিল তাঁদের? তা জানতে চান তদন্তকারীদের। শুধু তাই নয়, আনতে বলা হয়েছে সংস্থা আয়-ব্যয় সংক্রান্ত নথিও।
আরও পড়ুন: Abhishek Banerjee: দিল্লিতে তৃণমূলের ধরনার দিনেই ফের অভিষেককে তলব ইডি-র!
এর আগে, লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় অভিষেকে সম্পত্তি খতিয়ানের প্রশ্নে ইডি-কে কার্যত তুলোধোনা করেছিলেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। তাঁর প্রশ্ন, রিপোর্টে একটি পাতায় দু'জনের নাম আছে। ঠিকানা দেওয়া, 30বি হরিশ চাটার্জী স্ট্রিট। এটা কি সংস্থার রেজিস্ট্রার্ড ঠিকানা? একটা সময়ে এই ঠিকানা রেজিস্ট্রার হয়েছিল। সংস্থার বদলের সময়ে নিয়ম মানা হয়েছে? যে ওই কাজে অনিয়ম হয়েছে কিনা? ১৯ এপ্রিল ২০১২ তিনজন ডিরেক্টর ছিলেন। কিন্তু রেজিস্ট্রেশন সময় দু'জন হল? ১১৮এ হরিশ মুখার্জী রোডে কার সম্পত্তি? সম্পত্তি বাজেয়াপ্ত তালিকায় নেই কেন'?
বিচারপতির মন্তব্য, 'তদন্তের অগ্রগতি নিয়ে আমরা সন্দেহ হচ্ছে। আমি একটা গন্ধ পাচ্ছি। যাঁরা আদালতে ঘরে এবং বাইরে আছেন বা অনলাইন আছেন। তারা বুঝতে পারছেন সবটা ঠিক নয়'। ইডি-কে প্রশ্ন, 'চাপে পড়ে গিয়েছেন? অনেক কাজের চাপ? এটা থেকে মুক্তি চাইছেন'?
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)