পেঁয়াজের দামি ঝাঁঝ: কলকাতায় ৬০ টাকা, দিল্লিতে ৮০ টাকা
এখন দেশ কাঁদছে পেঁয়াজের দামের ঝাঁঝে। দিল্লি থেকে কলকাতা। মুম্বই থেকে আগরতলা সব জায়গায় পেঁয়াজের দাম আকাশছোঁয়া। শহর কলাকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তেও পেঁয়াজের দাম বেশ চড়া। কলকাতায় কেজি প্রতি পেঁয়াজের দর দ্বিগুণ বেড়ে দাঁড়িয়েছে ৬০টাকা৷ শুধু কলকাতায় নয় দেশের বিভিন্ন জায়গায় পেঁয়াজের দাম শুনলেই জ্বর আশার জোগাড়।
এখন দেশ কাঁদছে পেঁয়াজের দামের ঝাঁঝে। দিল্লি থেকে কলকাতা। মুম্বই থেকে আগরতলা সব জায়গায় পেঁয়াজের দাম আকাশছোঁয়া। শহর কলাকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তেও পেঁয়াজের দাম বেশ চড়া। কলকাতায় কেজি প্রতি পেঁয়াজের দর দ্বিগুণ বেড়ে দাঁড়িয়েছে ৬০ টাকা৷ শুধু কলকাতায় নয় দেশের বিভিন্ন জায়গায় পেঁয়াজের দাম শুনলেই জ্বর আশার জোগাড়।
রাজধানীতে পেঁয়াজের দর সব থেকে চড়া৷ দিল্লিতে এক কেজি পেঁয়াজের দাম এখন ৮০ টাকা৷ মুম্বই, আগরতলা, গুয়াহাটিতেও অগ্নিমূল্য পেঁয়াজ৷ কলকাতার মতো মুম্বই ও গুয়াহাটিতেও কেজি প্রতি পেঁয়াজের দর ৬০টাকা৷
বিক্রেতারা বলছেন, এবার বৃষ্টির জন্য নাসিকে পেঁয়াজের ফলন ভাল না হওয়ায় জোগান কম৷ তাই জোগান না বাড়লে পেঁয়াজের দাম কমার সম্ভাবনা নেই৷ অগ্নিমূল্যের বাজারে নাভিশ্বাস উঠেছে ক্রেতাদের৷
অবশ্য শুধু পেঁয়াজ কেন বাজারেঅন্যান্য সবজির দামও বেশ চড়া৷