ভোটের মুখে গণেশ মার্কেটের সামনে থেকে ৩৫ লক্ষ টাকা উদ্ধার, ধৃত ১

ধৃতের নাম প্রোমদকুমার শর্মা। তিনি ওড়িশার তালচেরের বাসিন্দা।

Updated By: Mar 28, 2019, 05:29 PM IST
ভোটের মুখে গণেশ মার্কেটের সামনে থেকে ৩৫ লক্ষ টাকা উদ্ধার, ধৃত ১

নিজস্ব প্রতিবেদন: ভোটের মুখে ফের ব্যাগভর্তি টাকা উদ্ধার। ঘটনায় গ্রেফতার ১। ধৃতের নাম প্রোমদকুমার শর্মা। তিনি ওড়িশার তালচেরের বাসিন্দা। 

 

গোপন সূত্রে খবর পেয়ে ব্রেবোর্ন রোডের গনেশ মার্কেটের সামনে অভিযান চালায় পুলিস। সেখানে ওই ব্যক্তিকে হাতে একটি ব্যাগ নিয়ে সন্দেহজনকভাবে ঘোরা ফেরা করতে দেখা যায়। পুলিস তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। কথায় অসঙ্গতি থাকলে তাঁর ব্যাগও চেক করা হয়। ব্যাগ থেকে উদ্ধার হয় নগদ ৩৫ লক্ষ টাকা। 

ভোটের কাজে এই টাকা ব্যবহৃত হওয়ার কথা ছিল বলে খবর।  ভোটের আগে বড়বাজার এলাকা থেকে প্রচুর নগদ টাকা উদ্ধার হয়েছে। 

মুখ্যমন্ত্রীর আশ্বাসে সাময়িকভাবে অনশন প্রত্যাহার SSC আন্দোলনকারীদের

কালো টাকা যাতে নির্বাচনে ব্যবহার না যায়, তার জন্য পাঁচটি বিশেষ দল (এসটিএফ) গঠন করা হয়েছে।  নির্বাচনের দিন ঘোষণার পর থেকে আজ পর্যন্ত প্রায় ২১ কোটি ১২ লক্ষ টাকা বাজেয়াপ্ত হয়েছে। যার মধ্যে অলঙ্কারও রয়েছে। নগদ ৭ কোটি ৩৩ লক্ষ ৪২ হাজার ৩৭০ টাকা ও  ১৩ কোটি ১৩ লক্ষ ৭ হাজার ৪১১ টাকার মূল্যের অলঙ্কার উদ্ধার হয়েছে। বেশিরভাগই উদ্ধার হয়েছে উত্তর কলকাতা থেকে। এছাড়াও বালুরঘাট ও শিলিগুড়ি থেকে উদ্ধার হয়েছে। 

.