বিক্ষোভের আবহেই দমদম বিমানবন্দরে নামলেন প্রধানমন্ত্রী, আঁটোসাঁটো নিরাপত্তা বলয়

৩.৩৩ মিনিটে বায়ুসেনার বিশেষ বিমানে দমদম এয়ারপোর্টে পোঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Reported By: কমলাক্ষ ভট্টাচার্য | Updated By: Jan 11, 2020, 04:12 PM IST
বিক্ষোভের আবহেই দমদম বিমানবন্দরে নামলেন প্রধানমন্ত্রী, আঁটোসাঁটো নিরাপত্তা বলয়

নিজস্ব প্রতিবেদন: ৩.৩৩ মিনিটে বায়ুসেনার বিশেষ বিমানে দমদম বিমানবন্দরে পোঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কড়া নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়েছে বিমানবন্দর। এলাকায় টহল দিচ্ছে পুলিস, সেনাবাহিনী। মেয়র ববি হাকিম এবং স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন মোদীকে স্বাগত জানাতে। প্রধানমন্ত্রীকে আনতে সেখানে গিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়ও। ফুল দিয়ে তাঁকে সংবর্ধনা জানানো হবে। মিনিট ৫ সেখানে থাকার পর বিশেষ চপারে চেপে তিনি পৌঁছবেন রেস কোর্সে। 

সবমিলিয়ে বিমানবন্দর এলাকায় তৎপরতা তুঙ্গে। এসপিজির গাড়ি থেকে দমকল সমস্ত ব্যবস্থা করা হয়েছে বিমানবনদরে। উল্লেখ্য, মোদীর সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই দফায় দফায় বিক্ষোভ শুরু হয়েছে বিমানবন্দর সংলগ্ন এলাকায়। তবে এয়ারপোর্টের কাছাকাছি কোনও বিক্ষোভ কর্মসূচি রাখতে দেয়নি পুলিস। অন্যদিকে এয়ারপোর্ট যাওয়ার রাস্তায় কৈখালী মোড় অবরোধের জের চিনারপার্ক পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে। শুধু বিমানবন্দর সংলগ্ন এলাকাতেই নয় শহরের বিভিন্ন প্রান্তে প্রধানমন্ত্রীর সফর ঘিরে উত্তেজনা শুরু হয়েছে। 'গো ব্যাক মোদী স্লোগানে' উত্তাল গোটা শহর। সবমিলিয়ে CAA, NRC নিয়ে প্রতিবাদ, বিক্ষোভের আবহেই শহরে এসে পৌঁছলেন নমো। 

আরও পড়ুন: রাতে বেলুড় মঠেই থাকবেন প্রধানমন্ত্রী, আগামিকাল বসবেন ধ্যানে

.