বৃদ্ধা ও মহিলাকে মারধরের অভিযোগ পুলিসের বিরুদ্ধে

পুলিসের বিরুদ্ধে বৃদ্ধা ও এক মহিলাকে মারধরের অভিযোগ। উত্তেজনা ছড়াল এন্টালির রবীন্দ্রগাটি রোডে। থানায় বিক্ষোভ দেখালেন বৃদ্ধার পরিবারের সদস্য সহ স্থানীয় বাসিন্দারা। শেষ পর্যন্ত এক মহিলা পুলিসের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হল। দুই পরিবারের মধ্যে গণ্ডগোল। রশিদা বেগম ও নসিমা বেগমের পরিবারের নামে থানায় অভিযোগ জানায় তাঁদেরই এক প্রতিবেশী। অভিযোগ, এরপরই এক মহিলা পুলিস চড়াও হন নসিমা ও রশিদার ওপর। তাঁদের ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ রশিদা বেগম ও নসিমা বেগমের।

Updated By: Mar 15, 2016, 10:00 AM IST

ওয়েব ডেস্ক: পুলিসের বিরুদ্ধে বৃদ্ধা ও এক মহিলাকে মারধরের অভিযোগ। উত্তেজনা ছড়াল এন্টালির রবীন্দ্রগাটি রোডে। থানায় বিক্ষোভ দেখালেন বৃদ্ধার পরিবারের সদস্য সহ স্থানীয় বাসিন্দারা। শেষ পর্যন্ত এক মহিলা পুলিসের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হল। দুই পরিবারের মধ্যে গণ্ডগোল। রশিদা বেগম ও নসিমা বেগমের পরিবারের নামে থানায় অভিযোগ জানায় তাঁদেরই এক প্রতিবেশী। অভিযোগ, এরপরই এক মহিলা পুলিস চড়াও হন নসিমা ও রশিদার ওপর। তাঁদের ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ রশিদা বেগম ও নসিমা বেগমের।

ঘটনা খতিয়ে দেখছে এন্টালি থানার পুলিস।

 

.