হেদুয়ার সুইমিং পুলে বৃদ্ধের দেহ, কীভাবে মৃত্যু, ভাবাচ্ছে পুলিসকে

প্রাথমিক তদন্তের পর পুলিসের অনুমান, এইভাবে রেলিং টপকে ঢোকার সময়েই কোনওভাবে পা হড়কে পড়ে গিয়ে থাকতে পারেন ওই বৃদ্ধ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। 

Updated By: Aug 22, 2019, 01:14 PM IST
হেদুয়ার সুইমিং পুলে বৃদ্ধের দেহ, কীভাবে মৃত্যু, ভাবাচ্ছে পুলিসকে

নিজস্ব প্রতিবেদন:  হেদুয়ার সুইমিং পুল থেকে ফের উদ্ধার দেহ। বৃহস্পতিবার সকালে সুইমিং পুলে এক বৃদ্ধের দেহ ভাসতে দেখা যায়। জানা গিয়েছে, মৃতের নাম করুণা মণ্ডল।

 

বৃহস্পতিবার সকালে কয়েকজন প্রাতঃভ্রমণকারী বিষয়টি খেয়াল করেন। তবে জলে কেউ ভেসে রয়েছে ভেবে, প্রথমটায় কেউ আমল দিতে চাননি। পরে কর্মীরাই দেখেন, দীর্ঘক্ষণ ধরে জলে ভেসে রয়েছে দেহটি। পরে থানায় খবর দেওয়া হয়। পুলিস গিয়ে দেহটি উদ্ধার করে।

তদন্তে জানা গিয়েছে, দেহটি স্থানীয় বাসিন্দা করুণা মণ্ডল নামে এক বৃদ্ধের। স্থানীয়রা জানিয়েছেন, ওই বৃদ্ধ এলাকায় পরিচিত ছিলেন। তিনি মাঝেমধ্যেই রাতে রেলিং পেরিয়ে সুইমিং পুল থেকে মাছ ধরতেন। মাছ ধরা তাঁর নেশা ছিল।

দিলীপ ঘোষের ওপর হতে পারে প্রাণঘাতী হামলা! গোয়েন্দা রিপোর্ট পেয়েই বাসভবন বদল করল স্বরাষ্ট্রমন্ত্রক

প্রাথমিক তদন্তের পর পুলিসের অনুমান, এইভাবে রেলিং টপকে ঢোকার সময়েই কোনওভাবে পা হড়কে পড়ে গিয়ে থাকতে পারেন ওই বৃদ্ধ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, কিছুদিন আগেই কলেজ স্কোয়ারে সাঁতারে কাটতে গিয়ে মৃত্যু হয় এক বৃদ্ধের। তবে এক্ষেত্রে বৃদ্ধের পরনে যা পোশাক ছিল, তাতে পুলিস মনে করছে না যে সাঁতার কাটতেই জলে নেমেছিলেন তিনি।

.