শুধু শাশুড়ি নয়, বেঙ্গালুরুতে স্ত্রীকে খুন করে বিমানে কলকাতা এসেছিলেন অমিত

সুইসাইড নোট উদ্ধারের পরেই বেঙ্গালুরু পুলিসের সঙ্গে যোগাযোগ করে কলকাতা পুলিস। 

Reported By: সুকান্ত মুখোপাধ্যায় | Edited By: Priyanka Dutta | Updated By: Jun 22, 2020, 10:38 PM IST
শুধু শাশুড়ি নয়, বেঙ্গালুরুতে স্ত্রীকে খুন করে বিমানে কলকাতা এসেছিলেন অমিত
এই বাড়িতেই থাকতেন ললিতা দেবী

নিজস্ব প্রতিবেদন: কাঁকুড়াগাছির ঘটনায় নয়া মোড়। শুধু শাশুড়ি নয়, শনিবার বেঙ্গালুরুতে নিজের স্ত্রীকেও খুন করে অমিত আগরওয়াল। এরপর ঠান্ডা মাথায় আজই বিমানে কলকাতায় আসে অমিত। কাঁকুড়াগাছিতে জোড়া দেহের পাশ থেকেই উদ্ধার হয়েছে সুইসাইড নোট। তাতেই ছিল অপরাধের ব্লু প্রিন্ট। লেখা ছিল স্ত্রীকে খুন করার কথা। সুইসাইড নোট উদ্ধারের পরেই বেঙ্গালুরু পুলিসের সঙ্গে যোগাযোগ করে কলকাতা পুলিস। এরপরেই বেঙ্গালুরু থেকে উদ্ধার হয় স্ত্রী শিল্পীর দেহ।

আরও পড়ুন: সর্বদল বৈঠকে আমন্ত্রণের জন্য ফোন, দিলীপের কর্মসূচি শুনে মুখ্যমন্ত্রী বললেন...

ফুলবাগান অঞ্চলে শাশুড়িকে খুন করে আত্মঘাতী হয়েছে জামাই। ঘটনায় এই ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, জামাই অমিতের সঙ্গে মেয়ে শিল্পীর ডিভোর্স ফাইল হয়েছিল দু-বছর আগে। আজ বিকেল সাড়ে ৫ টা নাগাদ ফুলবাগানে শ্বশুর, শাশুড়ির সঙ্গে দেখা করতে আসে অমিত। 

আরও পড়ুন: বেনজির! দুই করোনা রোগীর শরীরে সফল পেস মেকার প্রতিস্থাপন কলকাতা মেডিকেলে

তখনই ডিভোর্স নিয়ে জামাই ও শাশুড়ির বচসা শুরু হয়। এরপর আচমকা শাশুড়ি ললিতাকে ক্লোজ রেঞ্জ থেকে গুলি করে অমিত। ভয় পেয়ে শ্বশুর ফ্ল্যাটে এর বাইরে বেরিয়ে যায় ও দরজা আঁটকে দেয়। পাশের ফ্ল্যাটে গিয়ে গোটা ঘটনা বলেন বৃদ্ধ। ততক্ষণে আত্মঘাতী হয়েছে অমিতও।  

.