ব্রিজ থেকে বিদ্যালয়, কিছুই আটকে নেই উত্তরবঙ্গে
গত চার বছরে সরকারের সহযোগিতায় উত্তরবঙ্গ উন্নয়নের নতুন পথে এগিয়ে গেছে। শিলিগুড়িতে তৈরি হয়েছে ব্রাঞ্চ সেক্রেটারিয়েটের নতুন বিলডিং। নামকরণ করা হয়েছে 'উত্তরকন্যা'। ২০১৪ সালের ২০ জানুয়ারি উত্তরকন্যার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর দিনাজপুরে তৈরি হয়েছে তিনটি নতুন রাস্তা। চুড়ামহন থেকে লালঞ্জ, বাইতোলা থেকে জয়হাট এবং বড়দিঘিঘাট থেকে লালঞ্জ। তৈরি হয়েছে ইস্টার্ণ বাইপাস দিয়ে শিলিগিড়ি থেকে জলপাইগুড়ি যাওয়ার বিকল্প রাস্তা। ১৯১০ লক্ষ টাকা খরচ করে তৈরি করা হয়েছে
ওয়েব ডেস্ক: গত চার বছরে সরকারের সহযোগিতায় উত্তরবঙ্গ উন্নয়নের নতুন পথে এগিয়ে গেছে। শিলিগুড়িতে তৈরি হয়েছে ব্রাঞ্চ সেক্রেটারিয়েটের নতুন বিলডিং। নামকরণ করা হয়েছে 'উত্তরকন্যা'। ২০১৪ সালের ২০ জানুয়ারি উত্তরকন্যার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর দিনাজপুরে তৈরি হয়েছে তিনটি নতুন রাস্তা। চুড়ামহন থেকে লালঞ্জ, বাইতোলা থেকে জয়হাট এবং বড়দিঘিঘাট থেকে লালঞ্জ। তৈরি হয়েছে ইস্টার্ণ বাইপাস দিয়ে শিলিগিড়ি থেকে জলপাইগুড়ি যাওয়ার বিকল্প রাস্তা। ১৯১০ লক্ষ টাকা খরচ করে তৈরি করা হয়েছে
কোচবিহারের কালজানি নদীর ওপর সেঁতু। বানারহাট এবং চোপড়ায় তৈরি হয়েছে তিনতি সরকারী কলেজ। আরও ৩ টির কাজ চলছে ধূপগুড়ি, গোকসাডাঙা ও নিশিগঞ্জে। চোপড়া, কুমারগঞ্জ ও কুশমাণ্ডিতে তোরি করা হয়েছে ৩টি আইটিআই। আরও কয়েকটির কাজ চলছে। জলপাইগুড়ি স্পোর্টস ভিলেজ বানানো হয়েছে ইণ্ডোর স্টেডিয়াম। ৩৯৭ লক্ষ টাকা খরচ করে আলিপুরদুয়ারেও তৈরি হয়েছে নতুন স্টেডিয়াম।