ফের অশান্ত নোনাডাঙা

ফের অশান্ত নোনাডাঙা। ঝুপড়িবাসীদের উচ্ছেদের জন্য এবার হামলার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে। ঝুপড়ির বাসিন্দা এবং বস্তি উচ্ছেদ প্রতিরোধ কমিটির অভিযোগ, গত কয়েকদিনই রাতের দিকে এলাকা থেকে উঠে যাওয়ার জন্য তাদের হুমকি দেওয়া হচ্ছিল। এনিয়ে সোমবার রাতে তিলজলা থানায় অভিযোগ দায়ের করেন তাঁরা। কিন্তু থানা থেকে ফেরার পরই তাঁদের ওপর ফের হামলা হয়। আজ দুপুরে ফের থানায় যান ঝুপড়ির বাসিন্দা এবং কমিটির সদস্যরা।

Updated By: Dec 19, 2012, 11:01 PM IST

ফের অশান্ত নোনাডাঙা। ঝুপড়িবাসীদের উচ্ছেদের জন্য এবার হামলার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে। ঝুপড়ির বাসিন্দা এবং বস্তি উচ্ছেদ প্রতিরোধ কমিটির অভিযোগ, গত কয়েকদিনই রাতের দিকে এলাকা থেকে উঠে যাওয়ার জন্য তাদের হুমকি দেওয়া হচ্ছিল। এনিয়ে সোমবার রাতে তিলজলা থানায় অভিযোগ দায়ের করেন তাঁরা। কিন্তু থানা থেকে ফেরার পরই তাঁদের ওপর ফের হামলা হয়। আজ দুপুরে ফের থানায় যান ঝুপড়ির বাসিন্দা এবং কমিটির সদস্যরা।
কমিটির অভিযোগ, ফেরার পরেই তাঁদের ওপর ঝাঁপিয়ে পড়ে ৫০-৬০ জনের একটি দল। মারধর করা হয় কমিটির সদস্য ও ঝুপড়িবাসীদের। ছিনিয়ে নেওয়া হয় ব্যাগ ও মোবাইল। মহিলাদের লাথিও মারা হয় বলে অভিযোগ। এঘটনায় মদত দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল নেতা বাপী মণ্ডল এবং মনীন্দ্র দত্তের বিরুদ্ধে। হামলায় আহত হন বারোজন। পাঁচজনের চিকিত্সা হয় মেডিক্যাল কলেজে। হামলার পর থেকে  নিখোঁজ ছিলেন বিধুভূষণ নস্কর এবং অর্চনা নস্কর। পরে বিধুভূষণ নস্করকে খাল থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে পুলিস। ঝুপড়িবাসী রামপদ মণ্ডল এখনো নিখোঁজ বলে দাবি নোনাডাঙার বাসিন্দাদের। গোটা ঘটনায় পুলিসি নিষ্ক্রিয়তার অভিযোগ এনেছেন তারা।

Tags:
.