অসহায় পরিবার, বেকবাগানের বাড়িতে ১৪ ঘণ্টা পড়ে রইল করোনা আক্রান্তের দেহ

পুলিসের তরফে উদ্যোগের অভাব দেখে স্বাস্থ্যভবনে ফোন করেন তাঁরা। অভিযোগ, এরপর পুলিস কিংবা স্বাস্থ্য ভবনের কেউই তাঁদের সঙ্গে যোগাযোগ করেনি। 

Updated By: Jul 11, 2020, 11:18 PM IST
অসহায় পরিবার, বেকবাগানের বাড়িতে ১৪ ঘণ্টা পড়ে রইল করোনা আক্রান্তের দেহ
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন: অমানবিক। ফের করোনা আক্রান্তের দেহ সরাতে দেরি। আমহার্স্ট স্ট্রিট, হাতিবাগানের পর এবার করেয়া থানার অন্তর্গত বেকবাগান এলাকা। শুক্রবার রাতে নিজের বাড়িতেই মৃত্যু হয় ৮০ বছরের বৃদ্ধার। অভিযোগ, এরপরই তিক্ত অভিজ্ঞতার শুরু। মৃত্যুর খবর প্রথমে স্থানীয় থানায় গিয়ে জানায় বৃদ্ধার পরিবার। 

আরও পড়ুন:  'অর্জুন সিং নির্বাচিত প্রতিনিধি; তাঁর সঙ্গে গুন্ডার মতো আচরণ করছে পুলিস, সব হিসেব নেব'

পুলিসের তরফে উদ্যোগের অভাব দেখে স্বাস্থ্যভবনে ফোন করেন তাঁরা। অভিযোগ, এরপর পুলিস কিংবা স্বাস্থ্য ভবনের কেউই তাঁদের সঙ্গে যোগাযোগ করেনি। যার ফল ভুগতে হয় গোটা পরিবারকে। রাতভর দেহ পড়েছিল ঘরেই। প্রশাসনের কাছে দেহ নিয়ে যাওয়ার অনুরোধ জানালেও এখনও কেউ আসেনি। প্রায় ১৪ ঘণ্টা পরে দেহ নিয়ে গেল পুলিস। 

আরও পড়ুন: করোনামুক্ত রোগী মৃত,ডিসচার্জের দিন পরিবারকে জানাল মেডিক্যাল
 

.