মার্চ আকালবৈশাখীর, আশঙ্কা আলিপুরের
আগামী ৪৮ ঘণ্টায় কালবৈশাখীর কোনও সম্ভাবনা নেই বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। এর জেরে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে সোমবার জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে।
Updated By: Mar 26, 2012, 04:55 PM IST
আগামী ৪৮ ঘণ্টায় কালবৈশাখীর কোনও সম্ভাবনা নেই বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। এর জেরে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে সোমবার জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে। আপেক্ষিক আর্দ্রতাও বেড়ে যাওয়ায় পরিবেশ আরও অস্বস্তিকর হয়ে উঠতে চলেছে বলে আশঙ্কা করেছেন আবহাওয়াবিদদের।
মার্চ মাস শেষ হতে চললেও এখনও পর্যন্ত একটিও কালবৈশাখীর দেখা মেলেনি। যদিও পরিসংখ্যান অনুযায়ী, মার্চ মাসে সাধারণত দুটি কালবৈশাখী দেখা যায়। গতবছরও একইভাবে মার্চে একটিও কালবৈশাখী হয়নি রাজ্যে। যদিও সেই ঘাটতি পূরণ হয়ে যায় এপ্রিল মাসে। এবছরও তেমনটাই ঘটতে পারে বলে মনে করছে আবহাওয়া দফতর।