জয়পুরিয়া কলেজে অধ্যক্ষকে মারধরের ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি

যত কাণ্ড জয়পুরিয়া কলেজে। একটা সময় ছিল যখন জয়পুরিয়া কলেজ মানে শুধুই ভাোল কথা শোনা যেত। সেখানকার পড়াশোনার মাণের জন্যই বিখ্যাত হয়ে উঠেছিল জয়পুরিয়া কলেজ। কিন্তু এখন বিখ্যাত থেকে জয়পুরিয়া কলেজ ক্রমশই কুখ্যাত হয়ে উঠছে যেন। রোজই নতুন নতুন ঘটনা। যেগুলো জয়পুরিয়া কলেজের সঙ্গে মানায় না।

Updated By: Sep 13, 2016, 12:19 PM IST
জয়পুরিয়া কলেজে অধ্যক্ষকে মারধরের ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি

ওয়েব ডেস্ক: যত কাণ্ড জয়পুরিয়া কলেজে। একটা সময় ছিল যখন জয়পুরিয়া কলেজ মানে শুধুই ভাোল কথা শোনা যেত। সেখানকার পড়াশোনার মাণের জন্যই বিখ্যাত হয়ে উঠেছিল জয়পুরিয়া কলেজ। কিন্তু এখন বিখ্যাত থেকে জয়পুরিয়া কলেজ ক্রমশই কুখ্যাত হয়ে উঠছে যেন। রোজই নতুন নতুন ঘটনা। যেগুলো জয়পুরিয়া কলেজের সঙ্গে মানায় না।

আরও পড়ুন যে বিমান বন্দর রাষ্ট্রপ্রধান থেকে বিজনেস টাইকুনদের মনের বয়স বাড়তে দিচ্ছে না!

জয়পুরিয়া কলেজে অধ্যক্ষকে মারধরের ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখিয়ে অপরাধীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে মারধর, জোর করে আটকে রাখা ও হুমকি দেওয়ার অভিযোগ জানানো হয়েছে নারকেলডাঙা থানায়।

আরও পড়ুন  রোনাল্ডো, ইব্রা দলে অথচ, সেরা একাদশে সূযোগই পেলেন না মেসি!

.