এনজিওর দুর্নীতি ফাঁস, তদন্তের নির্দেশ দিল স্বাস্থ্য দফতর

এইচআইভি আক্রান্তদের সরকারি সাহায্যের টাকা তছরুপের অভিযোগ উঠল কলকাতার একটি স্বেচ্ছাসেবী সংস্থার বিরুদ্ধে। সরকারি অনুদানের টাকা বন্ধ করে দিয়ে কেএনপি প্লাস নামে ওই স্বেচ্ছাসেবী সংস্থার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর।

Updated By: Oct 23, 2011, 05:47 PM IST

এইচআইভি আক্রান্তদের সরকারি সাহায্যের টাকা তছরুপের অভিযোগ উঠল কলকাতার একটি স্বেচ্ছাসেবী সংস্থার বিরুদ্ধে। সরকারি অনুদানের টাকা বন্ধ করে দিয়ে
কেএনপি প্লাস নামে ওই স্বেচ্ছাসেবী সংস্থার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। এই ঘটনার পর সরকারি অনুদান পাওয়া রাজ্যের অন্যান্য এনজিও-র
ওপর নজরদারি বাড়ানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বেঙ্গল নেটওয়ার্ক অফ এইচআইভি পজিটিভের ছাতার তলায় গত বছর মার্চ মাসে গড়ে ওঠে কলকাতা নেটওয়ার্ক অফ এইচআইভি পজিটিভ। কমিউনিটি সেন্টার গড়ে
শুধুমাত্র কলকাতার এইচআইভি আক্রান্তদের দেখভালের দায়িত্ব ছিল এই স্বেচ্ছাসেবী সংগঠনের। অনুদান আসতে শুরু করে রাজ্য এডস নিয়ন্ত্রণ সোসাইটি বা স্যাক্স মারফত্‍।
কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই লক্ষ লক্ষ টাকা তছরূপের অভিযোগ ওঠে এই সংগঠনের বিরুদ্ধে। এরপরই সরকারি অনুদান বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
অনুদান বন্ধ হওয়ায় তালা পড়েছে স্বেচ্ছাসেবী সংগঠনের কমিউনিটি সেন্টারে। সংগঠনের কর্তাদের দাবি, তাঁরা কোনও আর্থিক অনিয়ম করেননি। স্বেচ্ছাসেবী সংগঠনের
অনুদান বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন এই অনুদানের ওপর নির্ভরশীল এইচআইভি আক্রান্তরা। আর্থিক অনিয়মের বিষয়টি সামনে আসায়, স্বাস্থ্য সংক্রান্ত
স্বেচ্ছাসেবী সংগঠনগুলির ওপর নজরদারি বাড়াচ্ছে রাজ্য স্বাস্থ্য দফতর। আর তাতেই সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে অনেক স্বেচ্ছাসেবী সংগঠন। নির্দিষ্ট খাতে বরাদ্দ অনুদানের টাকা অন্য খাতে খরচ করতে হলে অনুমতি নিতে হয়। কিন্তু এক্ষেত্রে সেই অনুমতি নেওয়া হয়নি বলে অভিযোগ। কেএনপি প্লাস নামে ওই
স্বেচ্ছাসেবী সংগঠনকে ব্যাঙ্ক লেনদেন বন্ধ রাখার জন্য নির্দেশ দিয়েছে স্যাক্স। গড়া হয়েছে তদন্ত কমিটি।

.