জিএসআরই জেটিতে নতুন নৌবহর

দেশের উপকূল এলাকার নিরাপত্তা সুনিশ্চিত করতে আধুনিক মানের টহলদার নৌবহরের উদ্বোধন হল কলকাতায়। গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ওই রণতরীর নাম আইসিজিএস রাজশ্রী।

Updated By: Feb 15, 2012, 03:20 PM IST

দেশের উপকূল এলাকার নিরাপত্তা সুনিশ্চিত করতে আধুনিক মানের টহলদার নৌবহরের উদ্বোধন হল কলকাতায়। গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ওই রণতরীর নাম আইসিজিএস রাজশ্রী। ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর ডিজি এম পি মুরলীধরন সূচনা জিএসআরই জেটিতে নতুন নৌবহরের সূচনা করেন। কম্যান্ডার কোস্ট গার্ড রিজিওন ইস্টের প্রশাসনিক নিয়ন্ত্রণে টহলদার নৌবহরটিকে চেন্নাইতে পাঠানো হবে।
উপকূলরক্ষী বাহিনীর তরফে জানানো হয়েছে, ৫০ মিটার লম্বা রাজশ্রীর সাহায্যে উপকূলবর্তী অঞ্চলে টহলের কাজে সুবিধা হবে। দ্রুতগতি সম্পন্ন এই জলযান সর্বোচ্চ ৩৪ নট বেগে যেতে পারবে। তল্লাসি এবং উদ্ধারকাজে আইসিজিএস রাজশ্রী বড় ভূমিকা নেবে বলে জানিয়েছে উপকূল রক্ষী বাহিনী।

.