আজ সারাদিনই বৃষ্টির সম্ভাবনা

আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আরও বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।

Updated By: Feb 15, 2012, 02:35 PM IST

আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আরও বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই বুধবার রাত থেকে দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে কলকাতা ও সংলগ্ন এলাকাসহ রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। বুধবার রাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয় কলকাতার বিভিন্ন এলাকায়। রাত থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনাতেও। সঙ্গে ঝোড়ো হাওয়া। ঝডবৃষ্টিতে বিস্তীর্ণ এলাকা বিদ্যুত্‍হীন হয়ে পড়েছে।
আজ ভোর থেকেও দফায় দফায় ঝড়বৃষ্টি শুরু হয়েছে। এই ঝড়বৃষ্টিতে সবজি চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। বৃষ্টি হয়েছে হাওড়া, হুগলি বীরভূম, বাঁকুড়া ও মুর্শিদাবাদেও। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজও বৃষ্টি চলবে। ওড়িশার ওপরে তৈরি হওয়া উচ্চচাপ বলয় ও পশ্চিমি ঝঞ্ঝার কারণেই এই বৃষ্টি। বৃষ্টির পর আবারও তাপমাত্র কমার পূর্বাভাস দিয়েছে আবহাওযা দফতর।

.