অনান্য বিশ্ববিদ্যালয়ের পরিচালন সমিতিতে নেই ছাত্ররা, কিন্তু মুখ্যমন্ত্রীর পছন্দের প্রেসিডেন্সির ক্ষেত্রে উল্টে গেল নিয়ম, বিতর্ক রাজ্য জুড়ে

বিশ্ববিদ্যালয়ের পরিচালন সমিতিতে ছাত্র প্রতিনিধি রাখা নিয়ে এবার দুমুখো নীতি রাজ্য সরকারের। মুখ্যমন্ত্রীর স্বপ্নের বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্সিতে পরিচালন সমিতিতে রাখা হবে ছাত্র প্রতিনিধি। বিশ্ববিদ্যালয়ের স্ট্যাটুট গৃহীত হলেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পরিচালন সমিতি থেকে অবশ্য ছাত্র প্রতিনিধিদের বাদ দিয়েছে রাজ্য সরকার। প্রশ্ন উঠছে, প্রেসিডেন্সির ক্ষেত্রে কেন ব্যতিক্রমী সিদ্ধান্ত নিল রাজ্য সরকার?

Updated By: Jan 6, 2014, 10:49 PM IST

বিশ্ববিদ্যালয়ের পরিচালন সমিতিতে ছাত্র প্রতিনিধি রাখা নিয়ে এবার দুমুখো নীতি রাজ্য সরকারের। মুখ্যমন্ত্রীর স্বপ্নের বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্সিতে পরিচালন সমিতিতে রাখা হবে ছাত্র প্রতিনিধি। বিশ্ববিদ্যালয়ের স্ট্যাটুট গৃহীত হলেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পরিচালন সমিতি থেকে অবশ্য ছাত্র প্রতিনিধিদের বাদ দিয়েছে রাজ্য সরকার। প্রশ্ন উঠছে, প্রেসিডেন্সির ক্ষেত্রে কেন ব্যতিক্রমী সিদ্ধান্ত নিল রাজ্য সরকার?

ক্ষমতায় আসার কিছুদিনে মধ্যেই রীতিমত অর্ডিন্যান্স এনে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের পরিচালন সমিতি থেকে ছাত্র প্রতিনিধি বাদ দিয়েছিল রাজ্য সরকার। সরকারের বক্তব্য ছিল, বিশ্ববিদ্যালয় পরিচালনার সঙ্গে ছাত্রছাত্রীদের কোনও সম্পর্ক নেই, তাই এই সিদ্ধান্ত। কিন্তু রাজ্য সরকারের এই নিয়মে তীব্র প্রতিবাদ জানিয়েছিল বিভিন্ন ছাত্র সংগঠন। প্রশ্ন ওঠে তাহলে ছাত্রছাত্রীরা তাদের বক্তব্য কোখায় জানাবে। কিন্তু সেইসব প্রতিবাদ সত্বেও নিজেদের সিদ্ধান্ত থেকে একচুলও সরেননি শিক্ষামন্ত্রী। অথচ মুখ্যমন্ত্রীর স্বপ্নের বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্সির জন্য এবার যে নিয়ম শিক্ষা দফতর তৈরি করেছে সেখানে বিশ্ববিদ্যালয়ের পরিচালন সমিতিতে রাখা হয়েছে ছাত্র প্রতিনিধি।

শিক্ষা দফতরের তৈরি এই আইন মেনেই তৈরি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সংবিধান। আগামী ২০ তারিখের মধ্যে সেই সংবিধান গৃহীত হওয়ার কথা। ওই সংবিধান অনুযায়ী যে নতুন পরিচালন সমিতি গঠন হবে তাতে দু-জন ছাত্র প্রতিনিধি রাখা হবে। প্রেসিডেন্সির ছাত্রছাত্রীরা এই নিয়মে খুশি। কিন্তু রাজ্যের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রাজ্য সরকারের দুমুখো নীতি নিয়ে প্রশ্ন তুলছেন।

.