ট্রাফিক পুলিসে স্বচ্ছতা আনতে নয়া উদ্যোগ
কলকাতা ট্রাফিক পুলিসে স্বচ্ছতা আনতে নয়া উদ্যোগ। তাঁরা যাতে কাজে ফাঁকি না দিতে পারেন তার জন্য নেওয়া হয়েছে এই নতুন ব্যবস্থা। প্রত্যেক ট্রাফিক সার্জেন্টের ইউনিফর্মের সঙ্গে বডি ক্যামেরা রাখা বাধ্যতামূলক করা হল এই নতুন উদ্যোদের আওতায়। নিয়ম চালু হল আজ থেকেই।
ওয়েব ডেস্ক : কলকাতা ট্রাফিক পুলিসে স্বচ্ছতা আনতে নয়া উদ্যোগ। তাঁরা যাতে কাজে ফাঁকি না দিতে পারেন তার জন্য নেওয়া হয়েছে এই নতুন ব্যবস্থা। প্রত্যেক ট্রাফিক সার্জেন্টের ইউনিফর্মের সঙ্গে বডি ক্যামেরা রাখা বাধ্যতামূলক করা হল এই নতুন উদ্যোদের আওতায়। নিয়ম চালু হল আজ থেকেই।
আরো পড়ুন- সিটুর ডাকা বনধ ব্যর্থ করতে কড়া প্রস্তুতি রাজ্য সরকারের
অত্যাধুনিক এই বডি ক্যামেরার সঙ্গে সরাসরি যোগ থাকছে ট্রাফিক গার্ড সিস্টেমের। আর সেখান থেকে সহজেই নোট নেওয়া যাবে প্রতিটি ট্র্যাফিক সার্জেন্টের কাজের। কেস লেখার সময় বডি ক্যামেরা চালু রাখা আবশ্যিক। ওই সময়কার অডিও ভিস্যুয়াল রেকর্ড ধরা থাকবে সিস্টেমে।