র‌্যাগিং রুখতে নয়া নির্দেশিকা- ভর্তির সময় মুচলেকা দিতে হবে ছাত্রছাত্রীদের

শিক্ষা প্রতিষ্ঠানে র‍্যাগিং রুখতে এবার নয়া নির্দেশিকা জারি করল ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন। প্রতি বছর ভর্তির সময় মুচলেকা দিতে হবে ছাত্রছাত্রীদের। শুধু ছাত্রছাত্রীই নয়, মুচলেকা দিতে হবে অভিভাবকদেরও।

Updated By: Sep 7, 2014, 06:39 PM IST
র‌্যাগিং রুখতে নয়া নির্দেশিকা- ভর্তির সময় মুচলেকা দিতে হবে ছাত্রছাত্রীদের

ওয়েব ডেস্ক: শিক্ষা প্রতিষ্ঠানে র‍্যাগিং রুখতে এবার নয়া নির্দেশিকা জারি করল ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন। প্রতি বছর ভর্তির সময় মুচলেকা দিতে হবে ছাত্রছাত্রীদের। শুধু ছাত্রছাত্রীই নয়, মুচলেকা দিতে হবে অভিভাবকদেরও।

শিক্ষা প্রতিষ্ঠানে র‍্যাগিংয়ের ঘটনা নতুন নয়। সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রী নিগ্রহের ঘটনার পর র‍্যাগিংয়ের দুঃস্বপ্ন ফের ফিরে আসছে ছাত্রছাত্রীদের মধ্যে। শ্লীলতাহানির পাশাপাশি র‍্যাগিংয়ের অভিযোগও করেন নিগৃহীত ছাত্রী। এরপরই নড়েচড়ে বসে ইউজিসি। র‍্যাগিংয়ের দৌরাত্ম্য রুখতে একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে।

শুধু প্রথম বছর ভর্তির সময়ই নয়, এবার থেকে প্রতি বছর মুচলেকা দিতে হবে ছাত্রছাত্রীদের। ছাত্রছাত্রীদের সঙ্গে অভিভাবকদেরও মুচলেকা দিতে হবে। এতদিন শুধু ইঞ্জিনিয়ারিং কলেজে প্রথম বর্ষে মুচলেকা দেওয়ার নিয়ম ছিল। এবার থেকে প্রতি বছর মুচলেকা দিতে হবে বলে জানিয়ে দিয়েছে ইউজিসি। শুধু মুচলেকাই নয়, আরও একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে ইউজিসি। র‍্যাগিং রুখতে সমস্ত বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানকে র‍্যাগিং-প্রতিরোধী বেশ কিছু ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে ইউজিসি---

.