আংশিকভাবে খুলে যাচ্ছে মেট্রোর নতুন ৪টি রুট
২০১৮-য় কলকাতা শহরের ভোলবদল। আংশিকভাবে খুলে যাচ্ছে মেট্রোর নতুন ৪টি রুট। ২০১৮-র জুনের মধ্যে ২৩ কিলোমিটার নতুন পথ খুলে দেওয়া হবে। জানিয়েছেন মেট্রোর জেনারেল ম্যানেজার মূলচাঁদ চহ্বান। এবার দেখে নেওয়া যাক কোন কোন রুট আংশিকভাবে খুলে যাচ্ছে।
ওয়েব ডেস্ক: ২০১৮-য় কলকাতা শহরের ভোলবদল। আংশিকভাবে খুলে যাচ্ছে মেট্রোর নতুন ৪টি রুট। ২০১৮-র জুনের মধ্যে ২৩ কিলোমিটার নতুন পথ খুলে দেওয়া হবে। জানিয়েছেন মেট্রোর জেনারেল ম্যানেজার মূলচাঁদ চহ্বান। এবার দেখে নেওয়া যাক কোন কোন রুট আংশিকভাবে খুলে যাচ্ছে।
নিউ গড়িয়া-দমদম বিমানবন্দর মেট্রো চালু হবে নিউ গড়িয়া থেকে হেমন্তু মুখার্জি স্টেশন পর্যন্ত। হেমন্ত মুখার্জি স্টেশন রুবি মোড়ের কাছে। নোয়াপাড়া-বারাসত মেট্রো চালু হবে নোয়াপাড়া থেকে যশোর রোড স্টেশন পর্যন্ত। যশোর রোড স্টেশন দমদমের জেশপ কারখানার কাছে। ইস্ট ওয়েস্ট মেট্রো চালু হবে সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত। চালু হয়ে যাবে নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো।