রূপনারায়ণপুরে গড়ে উঠল নতুন কারখানা

শিল্প ক্ষেত্রে পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যেতে খড়গপুরের রূপনারায়ণপুরে তৈরি হলো নতুন কারখানা। বেসরকারী কোম্পানী ও সরকারের সহযোগিতায় ২৫০ একর জমি নিয়ে এই কারখানা  গড়ে উঠেছে। কারখানা তৈরির ফলে বেকার সমস্যার সমাধান ছাড়া এলাকায় উন্নয়নও ঘটেছে। বাচ্চাদের স্কুলে যাওয়ার জন্য চালু করা হয়েছে বাস সার্ভিস। নতুন কারখানায় কাজ পেয়েছেন অনেক মানুষ। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কারখানার সঙ্গে যুক্ত হয়েছেন  ১৪০০-১৫০০ মানুষ। শুধু তাই নয়। অর্থের সংস্থান ছাড়াও কারখানায় কাজ করার সুবাদে মিলছে বিদেশ যাওয়ার সুযোগও। আরও উন্নত প্রযুক্তির ব্যবহার শিখতে বেশ কয়েকজনকে জাপানে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

Updated By: Feb 20, 2016, 06:46 PM IST
রূপনারায়ণপুরে গড়ে উঠল নতুন কারখানা

ওয়েব ডেস্ক: শিল্প ক্ষেত্রে পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যেতে খড়গপুরের রূপনারায়ণপুরে তৈরি হলো নতুন কারখানা। বেসরকারী কোম্পানী ও সরকারের সহযোগিতায় ২৫০ একর জমি নিয়ে এই কারখানা  গড়ে উঠেছে। কারখানা তৈরির ফলে বেকার সমস্যার সমাধান ছাড়া এলাকায় উন্নয়নও ঘটেছে। বাচ্চাদের স্কুলে যাওয়ার জন্য চালু করা হয়েছে বাস সার্ভিস। নতুন কারখানায় কাজ পেয়েছেন অনেক মানুষ। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কারখানার সঙ্গে যুক্ত হয়েছেন  ১৪০০-১৫০০ মানুষ। শুধু তাই নয়। অর্থের সংস্থান ছাড়াও কারখানায় কাজ করার সুবাদে মিলছে বিদেশ যাওয়ার সুযোগও। আরও উন্নত প্রযুক্তির ব্যবহার শিখতে বেশ কয়েকজনকে জাপানে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

 

.