শিক্ষাপ্রতিষ্ঠানে এনসিসি আবশ্যক: রাজ্যপাল

ছাত্র-ছাত্রীদের মধ্যে শৃঙ্খলাবোধ আনতে এনসিসি-কেই গুরুত্ব দিচ্ছেন রাজ্যপাল এম কে নারায়ণন। মঙ্গলবার রাজভবনে আয়োজিত এনসিসি-র পদক প্রদান অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, ``ছাত্র-ছাত্রীদের উশৃঙ্খল আচরণ বন্ধ করতে রাজ্যের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এনসিসি আবশ্যক হওয়া উচিত।``

Updated By: Feb 14, 2012, 07:44 PM IST

ছাত্র-ছাত্রীদের মধ্যে শৃঙ্খলাবোধ আনতে এনসিসি-কেই গুরুত্ব দিচ্ছেন রাজ্যপাল এম কে নারায়ণন। মঙ্গলবার রাজভবনে আয়োজিত এনসিসি-র পদক প্রদান অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, ``ছাত্র-ছাত্রীদের উশৃঙ্খল আচরণ বন্ধ করতে রাজ্যের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এনসিসি আবশ্যক হওয়া উচিত।``
কলেজগুলিতে ছাত্র সংঘর্ষের ঘটনা দিন দিন বেড়ে চলায় সম্প্রতি উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল। এমনকী এই অশান্তির ঘটনা নিয়ে শিক্ষামন্ত্রীকেও চিঠি দিয়েছেন তিনি। রাজ্যপালের মতে, এনসিসি করলেই ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলাবোধ তৈরি হবে।
রাজভবনে এদিনের অনুষ্ঠানে রাজ্যপাল ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের অসামরিক প্রতিরক্ষা মন্ত্রী জাভেদ খান। শিক্ষাপ্রতিষ্ঠানে এনসিসি আবশ্যক নিয়ে রাজ্যপালের প্রস্তাবের বিষয়ে জাভেদ খান জানান, বিষয়টি নিয়ে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলবেন।

.