গুলির নির্দেশ ছিল না পুলিস কমিশনারের, নতুন তথ্য ২১ জুলাই কমিশনের

একুশে জুলাই কমিশনের শুনানিতে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। কোনও অবস্থাতেই চালানো যাবে না গুলি। এমনই নির্দেশ দিয়েছিলেন তত্কালীন পুলিস কমিশনার তুষার তালুকদার। যদিও, পুলিস রেকর্ড থেকে জানা গিয়েছে সেদিন পুলিস কমিশনারের নির্দেশ এসেছিল ওয়্যারলেসের মাধ্যমে।

Updated By: Dec 4, 2012, 10:09 AM IST

একুশে জুলাই কমিশনের শুনানিতে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। কোনও অবস্থাতেই চালানো যাবে না গুলি। এমনই নির্দেশ দিয়েছিলেন তত্কালীন পুলিস কমিশনার তুষার তালুকদার। যদিও, পুলিস রেকর্ড থেকে জানা গিয়েছে সেদিন পুলিস কমিশনারের নির্দেশ এসেছিল ওয়্যারলেসের মাধ্যমে।
মঙ্গলবার কমিশনে সাক্ষ্য দেন সেসময় ডিসি সাউথের দায়িত্বে থাকা নওলকিশোর সিং। কমিশনকে অবৈধ এবং অসাংবিধানিক আখ্যা দিয়ে তিনি মামলাও করেছিলেন কলকাতা হাইকোর্টে। কিন্তু আদালত নির্দিষ্ট কিছু শর্ত আরোপ করে তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেয়। বলা হয় নওল কিশোর সিং-কে জেরা করা যাবে না এবং তাঁর আইনজীবী সঙ্গে থাকতে পারবেন। ইতিমধ্যে একইভাবে কমিশনে হাজিরা দিয়েছেন তত্কালীন পুলিস কমিশনার তুষার তালুকদার। যদিও তিনি কমিশনে জানিয়ে দেন, কে গুলি চালনার নির্দেশ দিয়েছিল তা তাঁর মনে নেই। 

.