পার্সোনাল রিস্ক বন্ডে সই করে গোলপার্কের বাড়িতে গেলেন Sovan

গত সোমবার নারদ মামলায় ফিরহাদ, মদন ও সুব্রতর সঙ্গে গ্রেফতার হন শোভন।

Updated By: May 23, 2021, 12:17 AM IST
পার্সোনাল রিস্ক বন্ডে সই করে গোলপার্কের বাড়িতে গেলেন Sovan

নিজস্ব প্রতিবেদন: ব্যক্তিগত রিস্ক বন্ডে সই করে হাসপাতাল থেকে ছাড়া পেলেন শোভন চট্টোপাধ্যায়। শনিবার রাত ৯টায় তিনি বাড়ি ফিরে যান। তবে সরাসরি বাড়ি যাননি। তাঁকে নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্সি জেলে। সেখান থেকে গোলপার্কের বাড়িতে।

গত সোমবার নারদ মামলায় ফিরহাদ, মদন ও সুব্রতর সঙ্গে গ্রেফতার হন শোভন। নিম্ন আদালতের অন্তর্বর্তী জামিন নির্দেশে হাইকোর্ট স্থগিতাদেশ দেওয়ায় রাতে তাঁকে নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্সি জেলে। জেলে অসুস্থ বোধ করায় সেই রাতেই ভর্তি হন এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে। সেখানেই তাঁর চিকিৎসা চলছিল। শুক্রবার হাইকোর্ট গৃহবন্দির নির্দেশ দেয়। কিন্তু শোভনকে ছুটি দিতে চাইছিল না হাসপাতাল। তবে ছাড়া পেতে পার্সোনাল রিস্ক বন্ডে সই করে হাসপাতাল থেকে বেরোতে চান প্রাক্তন মেয়র।

তাঁকে ছুটি দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন শোভন। বলেন,''হাসপাতালকে অনুরোধ করব,আমাকে বন্ডে ডিসচার্জ করে দিন। বিভিন্ন ধরনের যুক্তি দেখাচ্ছেন সুপার। অপ্রাসঙ্গিত কথা বলছেন। উপর থেকে নির্দেশ, উপদেশ আসছে। চক্রান্ত করে আমায় নিয়ন্ত্রণ করা যাবে না। ''

এরপর রাতে বন্ডে সই করে ছাড়া পান শোভন চট্টোপাধ্যায়। নিয়ম মেনে জেলে সইসাবুদ করে চলে যান গোলপার্কের বাড়িতে।

আরও পড়ুন- 'কী ওষুধ খাই আমি জানি,' চক্রান্ত করে হাসপাতালে রাখা হয়েছে বলে অভিযোগ Sovan-র

.