দায়সারা নির্দেশ নিম্ন আদালতের, সঙ্গত কারণে হাইকোর্টে গিয়েছে সিবিআই: Bikash

জনপ্রতিনিধিদের নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের উল্লেখ করেছেন বিকাশ (Bikash Ranjan Bhattacharya)। 

Updated By: May 17, 2021, 11:49 PM IST
দায়সারা নির্দেশ নিম্ন আদালতের, সঙ্গত কারণে হাইকোর্টে গিয়েছে সিবিআই: Bikash

নিজস্ব প্রতিবেদন: নারদাকাণ্ডে ৪ অভিযুক্তকে অন্তর্বর্তী জামিন দিয়েছিল বিশেষ সিবিআই আদালত। সেই রায়ে স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। নিম্ন আদালতের বিচারক বিষয়ের মূলে যাওয়ার চেষ্টা করেননি। দায়সারা রায় দিয়েছেন। এমনটাই মত আইনীজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের (Bikash Ranjan Bhattacharya)। সিবিআইয়ের হাইকোর্ট যাওয়ার সিদ্ধান্তকেও সমর্থন দিলেন তিনি।         

Zee ২৪ ঘণ্টাকে ফোনে বিকাশরঞ্জন ভট্টচার্য (Bikash Ranjan Bhattacharya) বলেন,''দেখুন সন্ধেবেলায় জামিনের রায়ের কপি পড়লাম। আমার বা সাধারণ মানুষের মনে হয়েছে, বিষয়ের মূলে যাওয়ার চেষ্টা করেননি বিচারক। দায়সারা নির্দেশ দিয়েছেন। সিবিআই সঙ্গত কারণে আদালতে গিয়েছে।''

জনপ্রতিনিধিদের নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের উল্লেখ করেছেন বিকাশ (Bikash Ranjan Bhattacharya)। তাঁর কথায়,''রাজনৈতিক নেতাদের চট করে জামিন দেওয়া ঠিক নয় বলে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। হাইকোর্টের নির্দেশে নারদাকাণ্ডে তদন্ত করছে সিবিআই। এত হালকা চালে জামিন দেওয়া যায় না! আমার বিশ্বাস হাইকোর্ট বিচার বিবেচনা করে নির্দেশ দেবে।''

বাকি অভিযুক্তদেরও গ্রেফতার করতে হবে বলে মনে করেন বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya)। তাঁর অভিমত, ''অনেককে গ্রেফতার করা হয়নি। গ্রেফতার না করলে প্রহসন হবে। নিম্ন আদালতে জামিন দিলে হাইকোর্টে যাওয়ার অধিকার সবার আছে। এই তদন্তকে রুখতে চেয়েছিলেন অভিযুক্তরা। রাজনৈতিক নেতাদের অজানা মানুষের থেকে টাকা নেওয়া অপরাধ নয় বলে ব্যাখ্যা দিয়েছিল সরকার। সেখানেই প্রহসন হয়েছে।''

আরও পড়ুন- প্রতিশ্রুতি রাখলেন Mamata, ৫০ বছর পর রাজ্যে ফিরছে বিধান পরিষদ

.