আমাকেও গ্রেফতার করুন, নিজাম প্যালেসে সিবিআই DIG-র ঘরের বাইরে বসে Mamata

সকালে ওই তিন জনকে সিবিআই নিয়ে যাওয়ার খবর পেয়েই নিজাম প্যালেসে পৌঁছে যান মমতা 

Updated By: May 17, 2021, 12:07 PM IST
আমাকেও গ্রেফতার করুন, নিজাম প্যালেসে সিবিআই DIG-র ঘরের বাইরে বসে Mamata

নিজস্ব প্রতিবেদন: নারদা মামলায় ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্রকে নিজাম প্যালেসে সিবিআই দফতরে তুলে নিয়ে যায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তার পর সেখানেই পৌঁছে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-নারদ মামলায় গ্রেফতার Firhad , Madan, Sovan, Subrata, চার্জশিট পেশ

সকালে ওই তিন জনকে সিবিআই নিয়ে যাওয়ার খবর পেয়েই নিজাম প্যালেসে(Nizam Palace) পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। নিরাপত্তারক্ষীদের নিয়ে সোজা উঠে যান নিজাম প্যালেসের ১৪ তলায়। পৌঁছে যান সিবিআইয়ের ডিআইজির ঘরের সামনে। সেখানেই তিনি চেয়ার নিয়ে বসে যান।

মমতার(Mamata Banerjee) দাবি, রাজ্য সরকারকে না জানিয়ে যখন তিনজনকে গ্রেফতার করা হয়েছে তখন আমাকেও গ্রেফতার করতে হবে। নিজাম প্যালেসে ঢোকার আগে তিনি বলেন, দলের গ্রেফতার হওয়ায় নেতাদের দেখতে এসেছেন। তবে এভাবে আইনজীবী না নিয়ে কারও সঙ্গে দেখা করা যায় কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে।

আরও পড়ুন-সব জেনেও কেন আগাম ব্যবস্থা নেওয়া হল না? মোদির কমিটি থেকে পদত্যাগ ভাইরোলজিস্টের

প্রসঙ্গত, রাজ্য়ের ২ মন্ত্রী ও ১ বিধায়ককে যেভাবে গ্রেফতার করা হয়েছে তাতে চাপ বেড়েছে রাজ্য সরকারের উপরে। উল্টে কেন্দ্রীয় তদন্ত সংস্থার উপরেও মমতা চাপ বাড়ালেন বলে মনে করছে রাজনৈতিক মহল। 

.