Cyclone Jawad: গভীর নিম্নচাপে পরিণত হবে ঘূর্ণিঝড়! সেচ-বিদ্যুৎ-সহ ৩ দফতরের ছুটি বাতিল

পরিস্থিতির উপর নজর রাখছেন মুখ্যমন্ত্রী।

Updated By: Dec 4, 2021, 06:55 PM IST
Cyclone Jawad: গভীর নিম্নচাপে পরিণত হবে ঘূর্ণিঝড়! সেচ-বিদ্যুৎ-সহ ৩ দফতরের ছুটি বাতিল

নিজস্ব প্রতিবেদন: ঘুর্ণিঝড়ের আর কোনও সম্ভাবনা নেই। বরং এ রাজ্যে ঢোকার আগেই গভীর নিম্নচাপের পরিণত হবে জাওয়াদ। শনিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত উপকূলবর্তী এলাকায় কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দুই ২৪ পরগনায়। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। মঙ্গলবার পর্যন্ত সেচ, বিদ্যুৎ ও বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীদের ছুটি বাতিল করল নবান্ন। মুখ্যসচিব একা নন, পরিস্থিতির উপর নজর রাখছেন মুখ্যমন্ত্রীও।

বিপর্যয় মোকাবিলায় পদক্ষেপ
----
মঙ্গলবার পর্যন্ত সেচ, বিদ্যুৎ ও বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীদের ছুটি বাতিল
পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বিশেষ নজর নবান্নের। এই দুই জেলায় বেশি সংখ্যক মানুষকে নিরাপদ স্থানে সরানোর নির্দেশ
পূর্ব মেদিনীপুর থেকে প্রতি ঘণ্টায় নবান্নে রিপোর্ট পাঠাচ্ছেন জেলা প্রশাসনের আধিকারিকরা
দক্ষিণ ২৪ পরগনায় এখনও পর্যন্ত ১৪ হাজার ৩৭৫ জনকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ স্থানে
রিলিফ ক্যাম্প খোলা হয়েছে ৪২টি, তৈরি করা হয়েছে ১১৫ সাইক্লোন সেন্টারও
পর্যটকদের আপাতত হোটেল থেকে না বেরোনোর অনুরোধ
কলকাতায় সাধারণত যেসব জায়গায় জল জমে, সেইসব জায়গা থেকে দ্রুত জল বের করার নির্দেশ পুরসভাকে।
শহরে মোতায়েন NDRF-র দুটি টিম।

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, প্রয়োজনীয় জলীয় বাষ্প সংগ্রহ করতে না পেরে ক্রমেই শক্তি হারাচ্ছে জাওয়াদ। উত্তরের শুষ্ক ও ঠান্ডা হাওয়ার 'সিস্টেম' ভেঙে গিয়েছে। সেকারণেই স্থলভাগের দিকে যত এগোবে, ততই দুর্বল হবে ঘুর্ণিঝড়। ধীরে ধীরে পরিণত হবে অতি গভীর নিম্নচাপে। আগামিকাল দুপুরে জাওয়াদ পৌঁছে যাবে পুরীতে। এরপর যখন এ রাজ্যে ঢুকবে, তখন পরিণত হবে অতি গভীর নিম্নচাপে। ফলে বৃষ্টি হবে।  ধান, আলু, সরষে সহ সবজি চাষে ক্ষতির আশঙ্কা থাকছে। ফসল কাটার নেওয়ার নির্দেশিকা বহাল রেখেছে আবহাওয়া দফতর।

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

.