DA Strike: অফিসে না এলে চাকরিতে সার্ভিস রেকর্ড ব্রেক! ডিএ ধর্মঘটে কড়া রাজ্য

বকেয়া ডিএ-র দাবিতে অনড় যৌথমঞ্চ। দু'দফায় কর্মবিরতি পর, এবার ধর্মঘটের পথে আন্দোলনকারীরা। আগামিকাল, শুক্রবার ধর্মঘট পালিত রাজ্যজুড়ে।

Updated By: Mar 9, 2023, 09:51 PM IST
DA Strike: অফিসে না এলে চাকরিতে সার্ভিস রেকর্ড ব্রেক! ডিএ ধর্মঘটে কড়া রাজ্য

সুতপা সেন: রাত পোহালেই বকেয়া ডিএ-র দাবিতে সরকারি কর্মচারীদের ধর্মঘট। স্রেফ বেতন বা ছুটি কাটা নয়, আগামিকাল শুক্রবার অফিসে না এলে চাকরিতে সার্ভিস রেকর্ডও ব্রেক হবে! কড়া নির্দেশিকা জারি করল নবান্ন।

বাজেটের পর ফের ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ৩৮ শতাংশের বদলে এবার ৪২ শতাংশ হারে ডিএ পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। রাজ্য সরকারি কর্মীদের আর কতদিন অপেক্ষা করতে হবে? বিধানসভায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 'ডিএ দেওয়ার ক্ষমতা নেই'। তাঁর আরও বক্তব্য়, 'আর কত চাই? কত দিলে সন্তুষ্ট হবেন? দয়া করে আমার মুণ্ডু কেটে নিন, তাহলে যদি আপনারা সন্তুষ্ট হন'।

আরও পড়ুন: Mamata Banerjee: Mamata Banerjee: বাঙালিই বেশি খায়, রাজ্যে পোস্ত চাষ করতে চেয়ে দিল্লিতে দরবার মমতার

এদিকে বকেয়া ডিএ-র দাবিতে এখনও অনড় যৌথমঞ্চ। অনশন চলছে ধর্মতলায়। শুধু তাই নয়, দু'দফায় কর্মবিরতি পর, এবার ধর্মঘটের পথে আন্দোলনকারীরা। আগামিকাল, শুক্রবার বকেয়া ডিএ-র দাবিতে ধর্মঘট পালিত রাজ্যজুড়ে।

বাজেটে অবশ্য ৩ শতাংশ ডিএ ঘোষণা করেছে সরকার। মেদিনীপুরে সভায় মুখ্য়মন্ত্রী বলেছিলেন, 'আমি তো ম্যাজিশিয়ান নই। অনেকে বলেন, এটা পেলাম, ওটা দাও। যেটা পেলে সেটা ধরে রাখতে গেলে, যে টাকার প্রয়োজন, সেটা কোথা থেকে জোগাড় হবে? কেন্দ্র টাকা দিচ্ছে না, বঞ্চনা করছে। মিথ্যা বলছে। জিএসটির জন্য কেন্দ্র টাকা পাচ্ছে। কিন্তু জিএসটি বাবদ রাজ্যের টাকা দিচ্ছে না'।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.