সকাল থেকেই ঘাট পরিষ্কারের কাজে নেমে পড়েন পুরসভার সাফাইকর্মীরা
বৃহস্পতিবার রাতভর গঙ্গার ঘাটে ঘাটে চলেছে প্রতিমা নিরঞ্জন। বেশিরভাগ প্রতিমারই বিসর্জন হয়েছে। তাই আজ সকাল থেকেই ঘাট পরিষ্কারের কাজে নেমে পড়েন পুরসভার সাফাইকর্মীরা। চলে প্রতিমার কাঠামো, ফুল ও অন্যান্য সামগ্রী সরিয়ে ফেলার কাজ। বাঁজা কদমতলা ঘাট থেকে শুরু করে সব ঘাটেই আজ দুপুরের পর থেকে ফের শুরু হবে প্রতিমা নিরঞ্জন।
ওয়েব ডেস্ক: বৃহস্পতিবার রাতভর গঙ্গার ঘাটে ঘাটে চলেছে প্রতিমা নিরঞ্জন। বেশিরভাগ প্রতিমারই বিসর্জন হয়েছে। তাই আজ সকাল থেকেই ঘাট পরিষ্কারের কাজে নেমে পড়েন পুরসভার সাফাইকর্মীরা। চলে প্রতিমার কাঠামো, ফুল ও অন্যান্য সামগ্রী সরিয়ে ফেলার কাজ। বাঁজা কদমতলা ঘাট থেকে শুরু করে সব ঘাটেই আজ দুপুরের পর থেকে ফের শুরু হবে প্রতিমা নিরঞ্জন।
আরও পড়ুন জীবনের ১৮ নম্বর A মার্কা পুজোটাও এসে গেল
সেদিকে লক্ষ্য রেখে তার আগেই পরিষ্কার করে ফেলার কাজ শুরু হয়েছে যুদ্ধকালীন তত্পিরতায়। না হলে আজ বিসর্জন দিতে অসুবিধা হবে। পাশাপাশি, আজ সাফাই না হলে, জঞ্জাল আরও বেরে যাবে।
আরও পড়ুন সরকারের অনুমান আজ রেড রোডে ৫০ হাজারের বেশি দর্শক আসবেন