নাম না করে নেত্রীকে 'ডেঙ্গি হুলে বিঁধলেন' মুকুল

Updated By: Nov 6, 2017, 04:56 PM IST
নাম না করে নেত্রীকে 'ডেঙ্গি হুলে বিঁধলেন' মুকুল
ছবি- ২৪ ঘণ্টা

নিজেস্ব প্রতিনিধি: সবুজ থেকে গেরুয়ায় আনুষ্ঠানিক দল বদলের পর সোমাবার বাংলায় এলেন মুকুল রায়। পাল্টাল তাঁর পরিচয়ও। তৃণমূল এখন অতীত। মুকুল রায়ের নামের আগে বসল বিজেপি নেতার তকমা। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর পা রেখেই মুকুল রায়ও বুঝিয়ে দিলেন, তৃণমূল নয় তিনি এখন বিজেপির একনিষ্ঠ কর্মী। কড়া ভাষায় বিঁধলেন প্রাক্তন দলকে। নিশানা করলেন তৃণমূল সরকারকেও। নেত্রীর বিরুদ্ধেই লড়াই, কী বলবেন? ২৪ ঘণ্টার প্রতিনিধির এই প্রশ্নের উত্তরে মুকুলের জবাব, "সরকারের বিরুদ্ধে বলব।" নেত্রীর বিরুদ্ধে বলবেন না? পাল্টা প্রশ্নে মুকুল রায় ঘুর পথে উত্তর দেন, "সরকারের বিরুদ্ধে বলা মানেই যে সরকার চালাচ্ছে তাঁর বিরুদ্ধেই বলা।" 

আরও পড়ুন- 'ক্যাপ্টেন দিলীপে'র নেতৃত্বেই খেলবেন মুকুল

প্রাক্তন দলনেত্রীর বিরুদ্ধে সরাসরি কিছু না বললেও যে সরকারকে রেয়াত করবেন না, তা আগে থেকেই স্পষ্ট করে দিলেন বিজেপি নেতা মুকুল রায়। কংগ্রেস, সিপিএমের মতই ডেঙ্গি প্রতিরোধে এবং সরকারি ভূমিকার বিরুদ্ধে সুর চড়িয়েছনে মুকুল রায়। নাম না করেই নিশানা করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকে। ঘটনাচক্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। এখানেই শেষ নয়, রাজ্যের পুলিসি ব্যবস্থাকে তৎকালীন সিদ্ধার্থশঙ্কর রায়ের ফ্যাসিস্ট শাসনের সঙ্গেও তুলনা করেন মুকুল রায়। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, সিআইডি তাঁর বিরুদ্ধে তদন্ত নামতেই রাজ্যের গোয়েন্দা বিভাগ নিয়ে কটাক্ষের সুর শোনা যাচ্ছে মুকুল রায়ের গলায়। যদিও বিজেপিতে যোগদান নিয়ে দলের একদা সতীর্থদের তির্যক মন্তব্যকে এড়িয়ে গিয়েছেন তৃণমূলের প্রাক্তন চাণক্য। যা বলার ১০ নভেম্বর রানি রাসমণি রোডের সমাবেশে বলবেন বলেও জানান মুকুল রায়।

আরও পড়ুন- মুকুলকে 'চাটনি' কটাক্ষ দিলীপের, 'ফালতু লোক' বললেন কেষ্ট

.