অকৃতজ্ঞ, কংগ্রেস ছুড়ে ফেলার পর আগলেছিলেন বাজপেয়ী, মমতার গরহাজিরায় খোঁচা মুকুলের

বুধবার প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর তৈলচিত্র উন্মোচিত হল রাজভবনে।

Reported By: অঞ্জন রায় | Updated By: Dec 25, 2019, 11:58 PM IST
অকৃতজ্ঞ, কংগ্রেস ছুড়ে ফেলার পর আগলেছিলেন বাজপেয়ী, মমতার গরহাজিরায় খোঁচা মুকুলের

নিজস্ব প্রতিবেদন: অটলবিহারী বাজপেয়ীর জন্মদিনে বুধবার রাজভবনে তাঁর তৈলচিত্র উন্মোচিত হল রাজভবনে। ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছিল বলে দাবি। তবে তিনি যাননি। অটলের সঙ্গে মমতার পুরনো সম্পর্কের কথা মনে করিয়ে বিজেপি মুকুল রায়ের খোঁচা, মমতা বন্দ্যোপাধ্যায় অকৃতজ্ঞ। মাত্র ৭ জন সাংসদ থাকলেও তাঁকে রেলমন্ত্রী করেছিলেন অটলবিহারী বাজপেয়ী। ওনার বাড়িতে মমতার মাকে দেখতে এসেছিলেন। 

বুধবার প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর তৈলচিত্র উন্মোচিত হল রাজভবনে। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তবে তিনি যাননি। এমনকি প্রতিনিধি পাঠাননি। সেই প্রসঙ্গে মুকুল রায় বলেন, ''মমতা বন্দ্যোপাধ্যায় অকৃতজ্ঞ। ১৯৯৮ সালে কংগ্রেস যখন ওনাকে ছুঁড়ে ফেলেছিল, তখন আগলে রেখেছিলেন অটলবিহারী বাজপেয়ী ও লালকৃষ্ণ আডবাণী। মাত্র ৭ জন সাংসদ থাকলেও তাঁকে রেলমন্ত্রী করেছিলেন অটলবিহারী বাজপেয়ী। ওনার অসুস্থ মাকে দেখতে কালীঘাটের বাড়িতে এসেছিলেন। কতটা অকৃতজ্ঞ উনি!''   

মোদী সরকার অবশ্য ধুমধাম করেই উদযাপন করেছে অটলের জন্মদিন।  দিল্লির বিজ্ঞান ভবনে ভূ-পৃষ্টের জল সংরক্ষণে ৬ হাজার কোটি টাকা খরচে, অটল ভূজল যোজনার সূচনা করেন প্রধানমন্ত্রী। অটলবিহারী বাজপেয়ীর জন্মদিনে এদিন সংসদে তাঁকে শ্রদ্ধাও জানান মোদী। লখউয়ের লোকভবনে তাঁর ব্রোঞ্জ মূর্তির উন্মোচন করেন মোদী। লখনউ থেকেই ৫ বার সাংসদ নির্বাচিত হয়েছিলেন বাজপেয়ী। একই সঙ্গে অটলবিহারী বাজপেয়ী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন- CAA বিরোধিতার জের? জমিয়েত উলেমার সিদ্দিকুল্লাহকে ভিসা দিল না বাংলাদেশ সরকার

.