মুকেশ-মমতা বৈঠকে কাটল ফোর জি জট

মুম্বইয়ে শিল্প সম্মেলন শেষে একান্তে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী এবং মুকেশ আম্বানি। তারপরেই জট খুলতে চলেছে কলকাতায় রিলায়েন্স গোষ্ঠীর ফোর জি প্রকল্পের। কাজ শুরুর পর গত ছমাস জমি জটসহ নানা সমস্যায় আটকে ছিল এই প্রকল্প। ফাইবার অপটিক কেবল বসানোর অনুমতি নিয়েও ছিল সমস্যা। এবিষয়ে আজ বৈঠকে বসে কলকাতা পুরসভা এবং রিলায়েন্স কর্তৃপক্ষ। আলোচনা সদর্থক হয়েছে বলেই মত দুপক্ষের।

Updated By: Aug 5, 2013, 10:53 PM IST

মুম্বইয়ে শিল্প সম্মেলন শেষে একান্তে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী এবং মুকেশ আম্বানি। তারপরেই জট খুলতে চলেছে কলকাতায় রিলায়েন্স গোষ্ঠীর ফোর জি প্রকল্পের। কাজ শুরুর পর গত ছমাস জমি জটসহ নানা সমস্যায় আটকে ছিল এই প্রকল্প। ফাইবার অপটিক কেবল বসানোর অনুমতি নিয়েও ছিল সমস্যা। এবিষয়ে আজ বৈঠকে বসে কলকাতা পুরসভা এবং রিলায়েন্স কর্তৃপক্ষ। আলোচনা সদর্থক হয়েছে বলেই মত দুপক্ষের।
ছমাস আগেই এরাজ্যে ফোর জি পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেয় রিলায়েন্স গোষ্ঠী। এই প্রকল্পে বিনিয়োগ হওয়ার কথা তিন হাজার কোটি টাকা। প্রকল্পের কাজও শুরু হয়ে যায়। তবে অন্যান্য রাজ্যে প্রকল্পের কাজ এগোলেও এরাজ্যে জমি জটে আটকে যায় কাজ। জট ছাড়ানোর কাজ শুরু হয় মুম্বইয়ের শিল্প সম্মেলনে। সম্মেলন শেষে  মুকেশ অম্বানির সঙ্গে দীর্ঘ একঘণ্টা একান্তে বৈঠক করেন মুখ্যমন্ত্রী।  সূত্রের খবর, সেখানেই রাজ্যের রিলায়েন্সের ফোরজি প্রকল্পের কাজ দ্রুত শেষ করা নিয়ে কথা হয়। এবার সেই প্রকল্প নিয়েই বৈঠক সেরে ফেলল রাজ্য সরকার ও আম্বানি গোষ্ঠী। সোমবার বৈঠক করেন কলকাতা পুরসভার মেয়র পারিষদ ইঞ্জিনিয়ারিং অতীন ঘোষ, পুর কমিশনার খলিল আহমেদ ও রিলায়েন্সের বিজনেস হেড পূর্বাঞ্চল তরুণ ঝুনঝনওয়ালা। দেরি হলেও আপাতত প্রকল্পের ভবিষ্যত নিয়ে আশাবাদী রিলায়েন্স কর্তা।
 
রাজ্যে এই প্রকল্প বাস্তবায়নের পুরো দায়িত্ব মুখ্যমন্ত্রী দিয়েছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে। মাইক্রো ট্রেনচিং পদ্ধতিতে শহরের রাস্তার ছয় ইঞ্চি গভীরে ফাইবার কেবল বসিয়ে ফোর জি পরিষেবা চালু করতে চায় রিলায়েন্স।
ফোর জি পরিষেবা বাস্তবায়িত হলে আরও দ্রুতগতিতে তথ্যের লেনদেন সম্ভব হবে। কমবে ইন্টারনেট বিলের খরচ। কম সময়ে ডাউনলোড করা যাবে বেশি তথ্য। তবে কলকাতায় বেশিরভাগ  রাস্তার পরিসর কম।  এই বিষয়টি সহ লাইসেন্স ফি, সিকিউরিটি ডিপোজিট নিয়ে দুদিন পর ফের বৈঠক বসবে দু পক্ষ। তবে কোন শর্তে আটকে থাকা প্রকল্পের জট খুলবে তা এখনও স্পষ্ট নয়।  

.