পেঁয়াজের দর চড়া, কাটছাট রবিবারের মেনুতে

সরকারি প্রতিশ্রুতিই সার। রবিবার সরকারি দরে পেঁয়াজের দেখা পেলেন না ক্রেতারা। অগত্যা খোলা বাজার থেকে ৭০ টাকা কেজি দরেই পেঁয়াজ কিনতে হল। যার ছাপ পড়ল ছুটির দিনের খাবার মেনুতে। লাগাম ছাড়া পেয়াজের মূল্যবৃদ্ধিতে আপাতত সে গুড়ে বালি। পেঁয়াজ না পেয়ে তাই ছুটির দিনে মাংস খাওয়া থেকে মুখ ফেরাচ্ছেন মধ্যবিত্ত। অনেকে আবার কাটছাঁট করছেন বাজেটে।  

Updated By: Aug 18, 2013, 07:02 PM IST

সরকারি প্রতিশ্রুতিই সার। রবিবার সরকারি দরে পেঁয়াজের দেখা পেলেন না ক্রেতারা। অগত্যা খোলা বাজার থেকে ৭০ টাকা কেজি দরেই পেঁয়াজ কিনতে হল। যার ছাপ পড়ল ছুটির দিনের খাবার মেনুতে। লাগাম ছাড়া পেয়াজের মূল্যবৃদ্ধিতে আপাতত সে গুড়ে বালি। পেঁয়াজ না পেয়ে তাই ছুটির দিনে মাংস খাওয়া থেকে মুখ ফেরাচ্ছেন মধ্যবিত্ত। অনেকে আবার কাটছাঁট করছেন বাজেটে।
 
প্রতিশ্রুতি ছিল কলকাতার বিভিন্ন বাজারে খোলা বাজারের থেকে কম মূল্যে পেঁয়াজ বিক্রি করবে সরকার। সেই মত শনিবার কলকাতার বেশকয়েকটি বাজারে  ৩৬ টাকা  কেজি দরে বিক্রি  হয় পেঁয়াজ। কিন্তু রবিবার যেই কে সেই। সকাল সকাল বাজারে হাজির হয়েও দেখা মিললনা পেঁয়াজের। তবে বিক্রেতারা বলছেন সরকারের তরফে বিক্রি করা পেঁয়াজ নিম্নমানের। কলকাতার লেক মার্কেট, গড়িয়া হাট মার্কেট। কোথাওই দেখা মেলেনি  পেঁয়াজের সরকারি স্টল।

.