বি.টি রোডে মোটর বাইক আরোহীকে পিষে দিল বেপরোয়া বাস

বি টি রোডে চুনিবাবুর বাজারের কাছে এক মোটর বাইক আরোহীকে পিষে দিল বেপরোয়া বাস। এদিন এই এলাকায় একটি গলি থেকে বাইক নিয়ে বেরোচ্ছিলেন অমিত সাউ। সেই সময় অন্য একটি বাসের সঙ্গে রেষারেষি করছিল দুশো তিরিশ রুটের একটি বাস। বেপরোয়া বাস সঙ্গে সঙ্গে পিষে দেয় বাইক আরোহীকে। রাস্তার ওপর দিয়ে বেশ কিছুটা অমিতকে হেঁচড়ে নিয়ে যায় বাসটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় অমিতের। পরে দেহ নিয়ে যাওয়া হয় RG KAR হাসপাতালে। পুলিস জানিয়েছে, বাইক আরোহী অমিতের মাথায় হেলমেট ছিল না। তবে পরিবারের দাবি, হেলমেট পরেই বেরিয়েছিলেন অমিত। অমিতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বি টি রোড অবরোধ করেন স্থানীয়রা। পুলিসকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়।

Updated By: Nov 5, 2016, 07:55 PM IST
বি.টি রোডে মোটর বাইক আরোহীকে পিষে দিল বেপরোয়া বাস

ওয়েব ডেস্ক: বি টি রোডে চুনিবাবুর বাজারের কাছে এক মোটর বাইক আরোহীকে পিষে দিল বেপরোয়া বাস। এদিন এই এলাকায় একটি গলি থেকে বাইক নিয়ে বেরোচ্ছিলেন অমিত সাউ। সেই সময় অন্য একটি বাসের সঙ্গে রেষারেষি করছিল দুশো তিরিশ রুটের একটি বাস। বেপরোয়া বাস সঙ্গে সঙ্গে পিষে দেয় বাইক আরোহীকে। রাস্তার ওপর দিয়ে বেশ কিছুটা অমিতকে হেঁচড়ে নিয়ে যায় বাসটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় অমিতের। পরে দেহ নিয়ে যাওয়া হয় RG KAR হাসপাতালে। পুলিস জানিয়েছে, বাইক আরোহী অমিতের মাথায় হেলমেট ছিল না। তবে পরিবারের দাবি, হেলমেট পরেই বেরিয়েছিলেন অমিত। অমিতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বি টি রোড অবরোধ করেন স্থানীয়রা। পুলিসকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়।

আরও পড়ুন রিষড়ায় চেক জাল করে সাত লক্ষ টাকা ব্যাঙ্ক থেকে তুলে নেওয়ার অভিযোগ

আরও পড়ুন গোটা রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, জানুন

.